২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

শিরোনাম
খাগড়াছড়িতে সহস্রাধিক চাকমা নেতাকর্মীর বিএনপিতে যোগদান বরিশালে হাতপাখার পক্ষে প্রচারণায় ঝড় তুলেছেন নারী কর্মীরা পবিপ্রবির হলে রুম না পেয়ে প্রভোস্ট অফিসে শিক্ষার্থীদের তালা বিএনপি ক্ষমতায় এলে কর্মসংস্থান সৃষ্টি করে বেকার সমস্যার সমাধান করা হবে: তারেক রহমান পাথরঘাটায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রচারণায় নারী হেনস্থার অভিযোগে সংবাদ সম্মেলন মানিকছড়িতে যুবককে গলা কেটে হত্যা চেষ্টা: দুই আসামি গ্রেফতার ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে ২ সন্ত্রাসী আটক ‎বাটাজোড় অশ্বনী কুমার ইনস্টিটিউশনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বরিশালে দুর্নীতি মামলায় বিআরটিএর সাবেক সহকারী পরিচালক কারাগারে

জীবননগর সীমান্তে হুন্ডির ১৩ লাখ টাকাসহ যুবক আটক

আপডেট: জানুয়ারি ২৬, ২০২৩

  • ফেইসবুক শেয়ার করুন

হুন্ডির ১৩ লাখ টাকাসহ বিজিবির মাঝে আটককৃত রাজন আহাম্মদ » আপডেট নিউজ

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত থেকে হুন্ডির ১৩ লাখ টাকাসহ রাজন আহাম্মদ (২৬) নামের এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৬শে জানুয়ারি) দুপুরে তাকে আটক করা হয়। আটককৃত রাজন আহাম্মদ জীবননগর থানাধীন মাধবখালী গ্রামের আব্বাস আলী মণ্ডলের ছেলে। মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধিনায়ক মাসুদ পারভেজ রানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার বিকালে বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্ত মাধবখালী বিওপির টহলদল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে, মাধবখালী গ্রামের রাজন আহাম্মদ নামে একজন চোরাকারবারি ভারতীয় নাগরিকের নিকট হতে নগদ বাংলাদেশী টাকা (হুন্ডি) গ্রহণ করে বাংলাদেশে আসবে। এ সংবাদ পেয়ে টহল দল দ্রুত সীমান্তের শূন্য লাইনে ওৎ পেতে থাকে এবং বর্ণিত ব্যক্তি সীমান্ত পিলার ৭৫-৩এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের ভিতর প্রবেশ করলে তাকে ধরার জন্য ধাওয়া করে।

এসময় সে দৌড়ে পালানোর চেষ্টা করলে টহলদল তাকে পিছু ধাওয়া করে সীমান্তবর্তী একটি জমি হতে আটক করে। আটককৃত ব্যক্তির কোমরে লুকানো অবস্থায় হুন্ডির বাংলাদেশী নগদ ১৩ লাখ টাকা পাওয়া যায়। প্রাপ্ত টাকার উৎস সম্পর্কে তার নিকট জানতে চাইলে সে জানায় এই টাকা ভারতীয় একজন নাগরিক সীমান্তের শুন্য রেখায় তার নিকট হস্তান্তর করেছে বাংলাদেশের জীবননগরে পৌঁছে দেওয়ার জন্য। জব্দকৃত হুন্ডির টাকাসহ আটককৃত রাজন আহাম্মদকে জীবননগর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এম.এ.আর.নয়ন/স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network