দেশে ২৪ ঘণ্টায় করোনায় আরো ৭ মৃত্যু, নতুন শনাক্ত ৪১৪ জন
আপডেট: এপ্রিল ২৩, ২০২০
ফেইসবুক শেয়ার করুন
দেশে ২৪ ঘণ্টায় করোনায় আরো ৭ মৃত্যু, নতুন শনাক্ত ৪১৪ জন
আপডেট:
Photo Card
Preview
দেশে ২৪ ঘণ্টায় করোনায় আরো ৭ মৃত্যু, নতুন শনাক্ত ৪১৪ জন
অনলাইন ডেস্কঃ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ১২৭ জনের মৃত্যু হলো। এছাড়া নতুন করে আরো ৪১৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সারাদেশে মোট ৪১৮৬ জন করোনা রোগী শনাক্ত হলো। বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। অনলাইনে বুলেটিন উপস্থাপনা করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। বুলেটিন উপস্থাপনকালে করোনার বিস্তাররোধে সবাইকে বাড়িতে থাকার এবং স্বাস্থ্য বিভাগের পরামর্শ মেনে চলার আহ্বান জানানো হয়। এদিকে, সরকারি-বেসরকারি সূত্রের বরাতে বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ তথ্য প্রকাশ করে ওয়ার্ল্ডোমিটার ডটকম। তাদের হিসাবে বিশ্বে মোট আক্রান্ত...
অনলাইন ডেস্কঃ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ১২৭ জনের মৃত্যু হলো। এছাড়া নতুন করে আরো ৪১৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সারাদেশে মোট ৪১৮৬ জন করোনা রোগী শনাক্ত হলো।
বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। অনলাইনে বুলেটিন উপস্থাপনা করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
বুলেটিন উপস্থাপনকালে করোনার বিস্তাররোধে সবাইকে বাড়িতে থাকার এবং স্বাস্থ্য বিভাগের পরামর্শ মেনে চলার আহ্বান জানানো হয়।
এদিকে, সরকারি-বেসরকারি সূত্রের বরাতে বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ তথ্য প্রকাশ করে ওয়ার্ল্ডোমিটার ডটকম। তাদের হিসাবে বিশ্বে মোট আক্রান্ত হয়েছেন ২৬ লাখ ৪৬ হাজার ৪৪৬ জন। প্রাণহানির সংখ্যা এক লাখ ৮৪ হাজার ৩৫৩।
আক্রান্ত হয়ে সেরে উঠেছেন ৭ লাখ ২৩ হাজার ৭১৩ জন। এখনো ১৭ লাখ ৩৮ হাজার ৩৮০ জন সংক্রমিত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।