২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের স্মরণ

আপডেট: ফেব্রুয়ারি ২৫, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

 আপডেট নিউজ:: ২০০৯ সালে পিলখানায় সংঘটিত বর্বরোচিত হত্যাকাণ্ডে শহীদ সেনা কর্মকর্তাদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন স্বজন ও রাষ্ট্রপতির প্রতিনিধি, প্রধান উপদেষ্টার প্রতিনিধি, স্বরাষ্ট্র উপদেষ্টা, তিন বাহিনী প্রধানেরা।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৯টায় বনানী সামরিক কবরস্থানে শহীদ সেনা কর্মকর্তাদের শাহাদত বার্ষিকী পালন উপলক্ষে এই পুষ্পস্তবক অর্পণ করেন।এ সময় পিলখানায় সংঘটিত নির্মম হত্যাকাণ্ডে শাহাদত বরণকারী শহীদ অফিসারদের স্মরণ করে তাদের জন্য দোয়া করা হয়।

২০০৯ সালের এদিনে তৎকালীন বিডিআরের (বর্তমানে বিজিবি) সদর দপ্তর পিলখানায় সংঘটিত হয় বর্বরোচিত হত্যাকাণ্ড। বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ গুলিতে প্রাণ যায় ৫৭ সেনা কর্মকর্তার। ২৫ ও ২৬ ফেব্রুয়ারি দুইদিনব্যাপী চলা এ বিদ্রোহে মোট প্রাণ হারান ৭৪ জন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network