অনলাইন ডেস্কঃ ফেনীর ফুলগাজী থেকে ওএমএস এর ছয় বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় উপজেলার আমজাদ হাট ইউপির ফেনাপুষ্কনী এলাকা থেকে এসব উদ্ধার করা হয়। এ সময় চালসহ জাকির হোসেন সুমন নামে এক প্রবাসীকে আটক করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় জাকির হোসেন নামে এক ওমান প্রবাসীর বাড়ি থেকে ৩০ কেজি করে ৬ বস্তা চালসহ তাকে আটক করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন, ফুলগাজী উপজেলা সহকারী কমিশনার (ভূমি কর্মকর্তা) নাসরিন সুলতানা কান্তা ও ফুলগাজী থানার ওসি কুতুব উদ্দিনসহ স্থানীয় জনপ্রতিনিধিরা। এ ঘটনায় ওএমএস ডিলার আবদুল আউয়াল নান্নুসহ দুইজনের বিরুদ্ধে...
অনলাইন ডেস্কঃ ফেনীর ফুলগাজী থেকে ওএমএস এর ছয় বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় উপজেলার আমজাদ হাট ইউপির ফেনাপুষ্কনী এলাকা থেকে এসব উদ্ধার করা হয়। এ সময় চালসহ জাকির হোসেন সুমন নামে এক প্রবাসীকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় জাকির হোসেন নামে এক ওমান প্রবাসীর বাড়ি থেকে ৩০ কেজি করে ৬ বস্তা চালসহ তাকে আটক করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন, ফুলগাজী উপজেলা সহকারী কমিশনার (ভূমি কর্মকর্তা) নাসরিন সুলতানা কান্তা ও ফুলগাজী থানার ওসি কুতুব উদ্দিনসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।
এ ঘটনায় ওএমএস ডিলার আবদুল আউয়াল নান্নুসহ দুইজনের বিরুদ্ধে থানায় মামলা রুজু করা হয়েছে। খাদ্যবান্ধব এসব চাল এলাকার হতদরিদ্রের মাঝে ১০ টাকা করে বিক্রি করার কথা ছিল বলে জানা গেছে।