২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

মুক্তির আগেই নকলের অভিযোগ ‘যন্ত্রণা’র বিরুদ্ধে

আপডেট: অক্টোবর ১৭, ২০২৩

  • ফেইসবুক শেয়ার করুন

বিনোদন ডেস্কঃ

গলাকাটা পোস্টার নিয়ে এক সময় কম সমালোনা হয়নি। তামিল-তেলেগু সিনেমার পোস্টার কেটেছেঁটে বাংলাদেশের সিনেমার পোস্টার তৈরির অভিযোগ রয়েছে আগে থেকেই। মাঝে কিছুদিন মৌলিক পোস্টার দেখা গেলেও ফের দেখা যাচ্ছে সেই আগের চিত্র৷ নকল পোস্টারের বিষয়টি সামনে এল মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘যন্ত্রণা’ পোস্টার প্রকাশের পর।

আগামী ২৭ অক্টোবর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ‘যন্ত্রণা’। মুক্তিকে সামনে রেখে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সিনেমার দুটি পোস্টার প্রকাশ করেছে সংশ্লিষ্টরা। প্রকাশ্যে আসতেই পোস্টার দুটি নিয়ে অভিযোগ তুলেছে নেটগেরিকরা। সেইসঙ্গে সিনেমার মান নিয়েও প্রশ্ন তুলছেন তারা।

দুইটি সিনেমার পোস্টার প্রকাশের পর তার সাথে হুবহু মিল পাওয়া গেছে একটি ইংলিশ ছবি ও একটি তামিল ছবির পোস্টারের সাথে।

যন্ত্রণা সিনেমাটি পরিচালনা করেছেন আরিফুর জামান আরিফ। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়ক আদর আজাদ, সায়মা স্মৃতি ও মানসী প্রকৃতি,বড়দা মিঠু সহ আরো অনেকে।

 

এ আল মামুন/আপডেট নিউজ

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network