২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

লেবাননে আটকেপড়া ৭১ বাংলাদেশি দেশে ফিরেছেন

আপডেট: আগস্ট ১২, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন
১৪

লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে ক্ষতিগ্রস্তদের সাহায্যে বাংলাদেশ সরকারের ত্রাণ সহায়তা পাঠানো বাংলাদেশ বিমানবাহিনীর বিমানে দেশে ফিরেছেন আটকেপড়া ৭১ বাংলদেশি।বুধবার সকালে বিমানবাহিনীর সি-১৩০ জে পরিবহন বিমানযোগে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

গত ৪ আগস্ট বৈরুতে বন্দর এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় চার বাংলাদেশিসহ ১৭১ জন নিহত হন।আহতদের মধ্যে বাংলাদেশ নৌবাহিনীর ২১ সদস্যসহ প্রায় ১০০ বাংলাদেশি রয়েছেন।

বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে ক্ষতিগ্রস্তদের সহায়তায় গত ৯ আগস্ট বাংলাদেশ সরকারের ত্রাণ নিয়ে লেবানন যায় বিমানবাহিনীর একটি বিমান। ত্রাণ সহায়তা শেষে ফিরতি পথে ওই বিমানযোগে দেশে ফিরেছেন সেখানে অনেক দিন ধরে আটকেপড়া ৭১ বাংলাদেশি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network