২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

শুক্রবারে প্রেক্ষাগৃহে সালমান শাহ-শাবনূর জুটির সিনেমা

আপডেট: নভেম্বর ১৬, ২০২৩

  • ফেইসবুক শেয়ার করুন
১০

বিনোদন ডেস্কঃ

ঢালিউডের ইতিহাসে সফলতম জুটির কথা বললে সালমান শাহ-শাবনূরের নামটি নিঃসন্দেহে ওপরের দিকে থাকবে। দর্শকদের সামনে সালমান শাহ-শাবনূর একে অপরের বিপরীতে ১৪টি সিনেমায় জুটি বেঁধেছিলেন, যার সিংহভাগই ছিল ব্যবসাসফল। সালমান শাহর অকালমৃত্যু না হলে দর্শকনন্দিত এ জুটিকে আরও অনেক সিনেমায় যে দেখা যেত, সে বিষয়ে কোনো সন্দেহ নেই।

বাস্তবে সালমান শাহ-শাবনূর জুটিকে নতুন করে আর পর্দায় দেখার উপায় নেই। তবে দীর্ঘ ২৮ বছর পর আবারও প্রেক্ষাগৃহে দেখা যাবে ঢালিউডের ইতিহাসের অন্যতম সফলতম এ জুটিকে। আগামী ১৭ নভেম্বর ২০২৩ তারিখ শুক্রবার বাংলাদেশ ফিল্ম আর্কাইভের প্রজেকশন হলে মহানায়ক সালমান শাহ অভিনিত জাকির হোসেন রাজু পরিচালিত ‘ জীবন সংসার ’ চলচ্চিত্রটি দুপুর ২.৩০ টা থেকে এবং মোহাম্মদ হান্নান পরিচালিত ‘বিক্ষোভ’ চলচ্চিত্রটি বিকাল ৫.৩০মি: হতে প্রদর্শন করা হবে।

জানা গেছে, চলচ্চিত্র দুটি ঝকঝকে ডিজিটাল টেলিসিং প্রিন্ট প্রদর্শন হবে। প্রদর্শনীটি সকলের জন্য উন্মুক্ত।

নব্বই দশকের বাংলা চলচ্চিত্রের আলোচিত নায়ক সালমান শাহ। ২৫ বছর আগে এই সুপারস্টার মারা যান। তবুও, তাকে নিয়ে এখনো দর্শকদের আগ্রহের কোনো কমতি নেই। এখনো ভক্তদের মনের মণিকোঠায় বেঁচে আছেন তিনি।

এ আল মামুন/আপডেট নিউজ

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network