২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

শিরোনাম

সমালোচনার ভাইরাসে আক্রান্ত বিএনপি: ওবায়দুল কাদের

আপডেট: মে ৫, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক :: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, রাজনৈতিক বিরোধিতার নামে সরকারের সমালোচনা করার চিরায়ত ভাইরাসে আক্রান্ত বিএনপির রাজনীতি।করোনার এই সংকটকালে বিএনপি মহাসচিব সরকারের ব্যর্থতার নামে মিথ্যাচার করছেন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তারা কখনও জনগণের কথা বলেনি, পাশেও থাকেনি।

তিনি আজ সকালে তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে এ কথা বলেন।ওবায়দুল কাদের বিএনপি মহাসচিবের বক্তব্যের প্রতিবাদে বলেন, এই দুর্যোগের সময়ে তারা কথামালার চাতুরি ছাড়া জনগণকে কিছুই দিতে পারেনি।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আরও বলেন, করোনার অভিন্ন টার্গেট দলমত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই।তিনি বলেন, টাস্কফোর্স বিভিন্ন দেশে ভ্যাকসিন ও চিকিৎসা সম্পর্কিত হচ্ছে– রাজনৈতিক টাস্কফোর্স বিশ্বের কোথাও গঠিত হয়নি।তিনি এই করোনার দুর্যোগে মানুষকে বাঁচানোর পাশাপাশি দেশের অর্থনৈতিক চাকা সচল করতেও সরকার কাজ করছে বলে জানান।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network