২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

শিরোনাম
‎বাটাজোড় অশ্বনী কুমার ইনস্টিটিউশনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বরিশালে দুর্নীতি মামলায় বিআরটিএর সাবেক সহকারী পরিচালক কারাগারে গৌরনদীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর সমর্থক সন্দেহে মা’র’ধ’র, আহত-৬ বাকেরগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে ছয়টি দোকান পুড়ে ছাই দুধ দিয়ে গোসল করে বিএনপি ছেড়ে ৩০০ নেতাকর্মীর জামায়াতে যোগদান হিজলা-মেহেন্দিগঞ্জের প্রান্তিক ভোটাররা ঝুঁকছেন দাঁড়িপাল্লার দিকে বেয়াদবি করলে আগুনের ফুলকি দেখতে পাবা: ডা. শফিকুর রহমান গৌরনদী বার্থী ইউনিয়নে জহির উদ্দিন স্বপনের ব্যাপক গণসংযোগ বাকেরগঞ্জের ইউএনও, সার্কেল এএসপি ও পুলিশ ফাঁড়ির ইনচার্জদের প্রত্যাহারের দাবি

সায়মন ও আরমানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ অরুণা বিশ্বাসের

আপডেট: এপ্রিল ৮, ২০২৩

  • ফেইসবুক শেয়ার করুন

বিনোদন ডেস্কঃ

চলচ্চিত্র শিল্পী সমিতির সহ-সাধারণ সম্পাদক সাইমন সাদিক এবং দপ্তর ও প্রচার সম্পাদক আরমানের বিরুদ্ধে ‘গুরুতর’ অভিযোগ এনে সভাপতি ইলিয়াস কাঞ্চনের বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন কার্যনির্বাহী কমিটির সদস্য ও জনপ্রিয় অভিনেত্রী, প্রযোজক ও পরিচালক অরুণা বিশ্বাস। শুক্রবার (৭ এপ্রিল) তিনি অভিযোগ দিয়েছেন বলে নিশ্চিত করেছেন।

অভিযোগে অরুণা বিশ্বাস উল্লেখ করেছেন, গত ২ এপ্রিল শিল্পী সমিতির সভায় উপস্থিত হই। সভা শেষ হওয়ার প্রাক্কালে সমিতির দপ্তর ও প্রচার সম্পাদক আরমান আমাকে আমার শরীর সম্পর্কে কুরুচিপূর্ণ ও অসম্মানজনক মন্তব্য করে। একজন সিনিয়র শিল্পী হিসাবে আমি অপমানিত ও অসম্মানিত বোধ করছি এবং মানসিকভাবে ভেঙে পরেছি। একজন দপ্তর ও প্রচার সম্পাদকের নিকট থেকে এইরূপ কুরুচিপূর্ণ মন্তব্য আমি কখনো আশা করি না। আরমান যা করেছেন তা ইভটিজিংয়ের সামিল।

এছাড়ও আমি যখন মিটিংয়ে প্রবেশ করি তখন সাইমন সাদিক, সহ-সাধারন সম্পাদক আমাকে অসম্মান/অপমানজনক মন্তব্য করে, যা একজন সিনিয়র শিল্পী হিসেবে জুনিয়র শিল্পীর নিকট থেকে কাম্য নয়। এমন যদি পরিস্থিতি তৈরি হয় তাহলে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদের সভায় উপস্থিত হওয়াই অসম্ভব হয়ে পরবে এবং সিনিয়র শিল্পীরা সমিতিতে প্রবেশ করতে বিব্রতবোধ করবে। উপরোক্ত বিষয়টি আপনি (ইলিয়াস কাঞ্চন) গুরুত্ব সহকারে গ্রহণ করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন, অন্যথায় আমি আইনগত পদক্ষেপ নিতে বাধ্য হবো।

এ ব্যাপারে জানতে সাইমন সাদিকের সঙ্গে যোগাযোগ করা হলে তার সাড়া পাওয়া যায়নি। অরুণা বিশ্বাসকে ‘সরি’ বলবেন জানিয়ে আরমান বলেন, ফাজলমি করে মোটা হওয়ার কথা বলেছি। জায়েদ খানের সদস্যপদ স্থাগিতর রেশ ধরে এ অভিযোগ করেছে। বিষয়টি দুষ্টামি করে বলা হয়েছিল।

সেদিন সমিতিতে অরুণার সঙ্গে আপনার হাতাহাতি হওয়ার কথা শোনা গেছে। উত্তরে আরমান বলেন, না এরকম কিছু হয়নি। যেটা হয়েছে দুষ্টামির ছলে। যেহেতু অভিযোগ করেছে তাকে (অরুণা বিশ্বাস) ‘সরি’ বলে দেব।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network