৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার

হিজলায় সেনা অভিযানে অস্ত্রসহ যুবদল নেতা আটক, অভিযান অব্যাহত

আপডেট: জানুয়ারি ৩১, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

হিজলা প্রতিনিধি:
বরিশালের হিজলা উপজেলার হিজলা গৌরব্দী ইউনিয়নে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, মোবাইল উদ্ধার করা হয়েছে। এ সময় ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোস্তফা সিকদার (৫০)কে আটক করা হয়। সে মৃত আবদুর রহমান সিকদারের ছেলে।
শনিবার (৩১ জানুয়ারি) ভোররাত থেকে সকাল ১০টা পর্যন্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হিজলা গৌরব্দী ইউনিয়নের চরকুশুরিয়া গ্রামে এ বিশেষ অভিযান পরিচালনা করে সেনাবাহিনী।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, ৭ পদাতিক ডিভিশনের অধীনস্থ ৪১ বীর-এর একটি দল মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই কার্যক্রম চালায়। ৪১ বীর-এর অধিনায়ক মেজর কাজী জাহিদুল ইসলামের নেতৃত্বে ৬০ জন সেনাসদস্যের একটি দল রাত ৩টার দিকে হিজলার চর কুশুরিয়া এলাকায় তল্লাশি শুরু করে। অভিযানে ১২টি দেশীয় ধারালো অস্ত্র, ১টি চাইনিজ কুড়াল, ৩টি মোবাইল ফোন (২টি স্মার্টফোন ও ১টি বেসিক ফোন)সহ মোস্তাফাকে আটক করা হয়।
সেনাবাহিনী জানায়, আটককৃত ব্যক্তি এবং উদ্ধার করা মালামাল আইনগত প্রক্রিয়া সম্পন্নের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network