আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
আপডেট নিউজ ডেস্ক: করোনা পরিস্থিতি ও বাংলা নববর্ষ ১৪২৭ উপলক্ষে আজ সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকালে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। প্রধানমন্ত্রী তার ভাষণে করোনা পরিস্থিতি ও বৈশাখীর অনুষ্ঠান সম্পর্কে নির্দেশনা দেবেন বলে জানা গেছে। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে প্রধানমন্ত্রীর ভাষণ প্রচার করা হবে।