২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

কালকিনিতে বর্জপাতে গৃহবধুর মৃত্যু ॥ আহত -১

আপডেট: এপ্রিল ২১, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ।।   মাদারীপুরের কালকিনিতে বর্জপাতে ফালানী ওরফে কহিনুর বেগম-(৪০) নামের এক গৃহবধুর আকস্মিকভাবে মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে একজন নারী। আজ সোমবার দুপরে এ ঘটনা ঘটে।
এলাকা ও পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের আউলিয়ারচর গ্রামের অসহায় কৃষক কবির ফকিরের স্ত্রী ফালানী বৃষ্টির মাঝে বাড়ির পাসে জমিতে গরু আনতে জায়। পরে ফালানীর গায়ের উপর একটি বর্জপাত পরে। এতে করে ঘটনাস্থলে তিনি মাড়া যায়। এসময় একই গ্রামের সাজেদা বেগম নামের অন্য একজন নারী আহত হয়।
বাঁশগাড়ী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মোঃ মুস্তাফিজুর রহমান সুমন বলেন, ফালানী একজন অসহায় মানুষ ছিলেন। তার স্বামী অসুস্থ। আজকে আমার কাছ থেকে ফালানী ত্রান নিয়ে বাড়িতে রেখে জমিতে গরু আনতে গেলে বর্জপাতে তার আকস্মিকভাবে মৃত্যু হয়। তার উপার্জনের টাকায় চলত তাদের সংসার।
এ ব্যাপারে খাসেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের আই.সি মোঃ নাসির উদ্দিন বলেন, বর্জপাতে ফালানি ওরফে কহিনুর ঘটনাস্থলেই মাড়া যায়। এবং এসময় সাজেদা নামের এক নারী আহত হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network