আপডেট: ফেব্রুয়ারি ১০, ২০২৪
অনলাইন ডেস্ক:: খুলনার ডুমুরিয়ায় ড্রাম ট্রাকের ধাক্কায় ইজিবাইকের চার যাত্রী নিহত হয়েছেন। শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে খুলনা-চুকনগর সড়কের খর্ণিয়া পেট্রোল পাম্পের পাশে দুর্ঘটনাটি ঘটে। ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- খর্ণিয়া ইউনিয়নের আংগারদোহা গ্রামের সাব্বির মোড়ল (২৩), শোভনা ইউনিয়নের জিয়েলতলা গ্রামের ইজিবাইক চালক বিশ্বজিৎ বিশ্বাস (৩০), গুটুদিয়া ইউনিয়নের বিল পাবলা গ্রামের নিপা ঢালী (২৫) এবং নাম না জানা নারী (২৬)।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইজিবাইকটি ডুমুরিয়ার দিকে যাত্রী নিয়ে যাচ্ছিল। এসময় সাতক্ষীরার দিকে যাওয়া ইট বোঝাই ট্রাকটি ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন। তাদের ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

