গাজীপুরে একদিনে করোনা আক্রান্ত আরো ৭৪, মোট প্রাণহানি ৩৯
আপডেট: জুন ২৮, ২০২০
ফেইসবুক শেয়ার করুন
গাজীপুরে একদিনে করোনা আক্রান্ত আরো ৭৪, মোট প্রাণহানি ৩৯
আপডেট:
Photo Card
Preview
গাজীপুরে একদিনে করোনা আক্রান্ত আরো ৭৪, মোট প্রাণহানি ৩৯
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে একদিনে ৩৫৮ জনের নমুনায় আরো ৭৪ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে গাজীপুরে আক্রান্তের সংখ্যা তিন হাজার ৩৪৪ জনে দাঁড়ালো। এরমধ্যে নতুন করে ১২৯ জন সুস্থসহ ৮০৩ জন সুস্থ হয়েছেন। গত ২৪ ঘণ্টায় আরো একজনের মৃত্যুসহ মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৯ জনে। বিভিন্ন শ্রেণি পেশার লোক সুস্থদের মধ্যে রয়েছে। গাজীপুর সিভিল সার্জন মো. খায়রুজ্জামান রোববার বিকেলে এ তথ্য নিশ্চিত করে জানান, গত ২৪ ঘণ্টায় নতুন ৭৪ জনের করোনা পজিটিভ শনাক্তসহ এ পযর্ন্ত ৩৩৪৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। গাজীপুরে ২৩ হাজার ৭৩ জনের নমুনা পরীক্ষা শেষে ৩ হাজার ৩৪৪ জনের নমুনায় করোনা পজিটিভ ধরা পড়ে। নতুন আক্রান্তরা...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে একদিনে ৩৫৮ জনের নমুনায় আরো ৭৪ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে গাজীপুরে আক্রান্তের সংখ্যা তিন হাজার ৩৪৪ জনে দাঁড়ালো। এরমধ্যে নতুন করে ১২৯ জন সুস্থসহ ৮০৩ জন সুস্থ হয়েছেন। গত ২৪ ঘণ্টায় আরো একজনের মৃত্যুসহ মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৯ জনে। বিভিন্ন শ্রেণি পেশার লোক সুস্থদের মধ্যে রয়েছে।
গাজীপুর সিভিল সার্জন মো. খায়রুজ্জামান রোববার বিকেলে এ তথ্য নিশ্চিত করে জানান, গত ২৪ ঘণ্টায় নতুন ৭৪ জনের করোনা পজিটিভ শনাক্তসহ এ পযর্ন্ত ৩৩৪৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। গাজীপুরে ২৩ হাজার ৭৩ জনের নমুনা পরীক্ষা শেষে ৩ হাজার ৩৪৪ জনের নমুনায় করোনা পজিটিভ ধরা পড়ে।
নতুন আক্রান্তরা হলো কালীগঞ্জে উপজেলার ছয়জন, কালিয়াকৈর উপজেলায় ১৮ জন, কাপাসিয়া উপজেলায় ২৩ জন এবং গাজীপুর সদর ও মহানগরের ২৭ জন বাসিন্দা। তবে গত ২৪ ঘণ্টায় শ্রীপুরে কোনো নতুন আক্রান্ত নেই বলেও জানান সিভিল সার্জন।