৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার

গাজীপুরে বিকাশকর্মীকে গুলি করে ১৫ লাখ টাকা লুটের ঘটনায় গ্রেফতার ৩

আপডেট: জানুয়ারি ৩১, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

গাজীপুর প্রতিনিধি:: গাজীপুরের টঙ্গীতে বিকাশকর্মীকে গুলি করে ১৫ লাখ টাকা লুটের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শুক্রবার (৩০ জানুয়ারি) থেকে শনিবার (৩১ জানুয়ারি) দুপুর পর্যন্ত গাজীপুর মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতাররা হলেন: টঙ্গীর আনারকলি এলাকার মৃত রইছ মিয়ার ছেলে রাজিব হাসান লিটন (৩৮), দক্ষিণ আরিচপুর এলাকার মৃত হারুন অর রশিদের ছেলে মো. শহিদুল ইসলাম (৪৪) ও মধুমিতা রোডের সুরেশ চন্দ্র শীলের ছেলে সঞ্জয় চন্দ্র শীল (৩৬)।

র‍্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) অতিরিক্ত পুলিশ সুপার রাকিব হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।র‍্যাব জানায়, গত ১৩ ডিসেম্বর বিকেলে টঙ্গী এলাকায় বিকাশের টাকা সংগ্রহের জন্য যান মো. আজাদ (৩১) ও আরিফুর রহমান (২৬) নামে দুই কর্মী। তারা মোটরসাইকেলে বিভিন্ন ডিএসও পয়েন্ট থেকে প্রায় ১৪ লাখ ৭৭ হাজার টাকা সংগ্রহ করেন।সন্ধ্যায় টঙ্গী বাজারের আনারকলি রোড এলাকায় পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা ৭ থেকে ৮ জনের একটি সশস্ত্র দল তাদের গতিরোধ করে।

টাকাভর্তি ব্যাগ ছিনিয়ে নিতে চেষ্টা করলে তারা বাধা দেন। এ সময় দুর্বৃত্তরা আরিফুর রহমানের পেটে গুলি করে এবং আজাদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।পরে হামলাকারীরা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে পালিয়ে যায়। ঘটনাটি গণমাধ্যমে ব্যাপক আলোড়ন তোলে এবং এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।

এ ঘটনায় ভুক্তভোগী মো. মাইনুল ইসলাম (৩৪) বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় মামলা রুজু করেন। এ ঘটনার পর থেকেই র‌্যাব-১ গোয়েন্দা নজরদারি জোরদার করে এবং সংঘবদ্ধ ডাকাত চক্রটিকে শনাক্তে কাজ শুরু করে। এরই ধারাবাহিকতায় শুক্র ও শনিবার র‌্যাব-১ ঢাকার উত্তরার আভিযানিক দল জিএমপি, গাজীপুরের পৃথক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে ওই তিনজনকে গ্রেফতার করে।

গ্রেফতারদের টঙ্গী পূর্ব থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার তদন্ত চলছে এবং পলাতক অন্যান্য জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network