২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

শিরোনাম
বরিশালে হাতপাখার পক্ষে প্রচারণায় ঝড় তুলেছেন নারী কর্মীরা পবিপ্রবির হলে রুম না পেয়ে প্রভোস্ট অফিসে শিক্ষার্থীদের তালা বিএনপি ক্ষমতায় এলে কর্মসংস্থান সৃষ্টি করে বেকার সমস্যার সমাধান করা হবে: তারেক রহমান পাথরঘাটায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রচারণায় নারী হেনস্থার অভিযোগে সংবাদ সম্মেলন মানিকছড়িতে যুবককে গলা কেটে হত্যা চেষ্টা: দুই আসামি গ্রেফতার ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে ২ সন্ত্রাসী আটক ‎বাটাজোড় অশ্বনী কুমার ইনস্টিটিউশনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বরিশালে দুর্নীতি মামলায় বিআরটিএর সাবেক সহকারী পরিচালক কারাগারে গৌরনদীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর সমর্থক সন্দেহে মা’র’ধ’র, আহত-৬

চিকিৎসকদের পদোন্নতির জন্য অনলাইনে আবেদন আহ্বান

আপডেট: মার্চ ২৩, ২০২২

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ: বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার/স্বাস্থ্য সার্ভিসের কর্মরত চিকিৎসকদের সহকারী অধ্যাপক পদে পদোন্নতির লক্ষ্যে অনলাইনে আবেদনের আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সোমবার (২১ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শামিউল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মাণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পার-১ অধিশাখার স্মারক নং ৪৫,০০,০০০০.১৪৭.১২,০১০,২১-৬৩২ তাং ০৪/১০/২০২১ খ্রি. মোতাবেক বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার/স্বাস্থ্য সার্ভিসের যে সকল কর্মকর্তা অনলাইনে আবেদন করার সময় ড্রাফট হিসাবে জমা প্রদান করেছেন এবং সহকারী অধ্যাপক পদে পদোন্নতির নিমিত্তে পূর্বে অনলাইনে আবেদন করেননি, উক্ত কর্মকর্তাদের আগামী ২২ মার্চ হতে পরবর্তী ১০ কর্মদিবসের মধ্যে এইচআরআইএস আপডেটপূর্বক প্রদত্ত নির্দেশিকা মোতাবেক অনলাইনে সঠিক ও নির্ভুলভাবে আবেদন করার জন্য এবং নিম্ন ক্রমানুসারে প্রয়োজনীয় কাগজপত্র/তথ্যাদি এইচ.আর.এম শাখা (রুম নং-৪১৫) স্বাস্থ্য অধিদপ্তর (নতুন ভবন) টিবি গেট, মহাখালী, ঢাকাতে সকাল ৯টা হতে দুপুর ১টার মধ্যে প্রেরণের জন্য অনুরোধ করা হলো।’
এতে আরও বলা হয়, পূর্বে অনলাইনে আবেদনকারী কর্মকর্তাদের যাদের অনলাইন আবেদনের স্ট্যাটাস ( Under Processing/ Approved) তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নাই। HRIS-প্রোফাইলে মিথ্যা তথ্য প্রদান করলে আবেদনটি সরাসরি বাতিল বলে গণ্য হবে এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংযুক্তি: The BCS Recruitment Rules, 1981 অনুযায়ী পদোন্নতির শর্তাবলী এবং প্রয়োজনীয় কাগজপত্র সমূহ: (০২ সেট)।
১. অনলাইনে পুরণকৃত আবেদনপত্রের হার্ড কপি;
২. হালনাগাদ এইচ আর এম;
৩. সংশ্লিষ্ট বিষয়ে উচ্চতর ডিগ্রির সনদপত্র এবং ডিগ্রির বিএমডিসি কর্তৃক প্রদত্ত রেজিস্ট্রেশন কপি;
৪. এমবিবিএস/বিডিএস ডিগ্রির সনদপত্র এবং বিএমডিসির হালনাগাদ রেজিস্ট্রেশন কপি;
৫. বর্তমান কর্মস্থলে যোগদানের আদেশ ও যোগদানের কপি;
৬. সিনিয়র স্কেল পাশের গেজেট-প্রযোজ্য ক্ষেত্রে;
৭. চাকরি স্থায়ীকরণের আদেশ কপি;
৮. চাকরি নিয়মিতকরণের আদেশ কপি-প্রযোজ্য ক্ষেত্রে;
৯. চাকরিতে প্রথম যোগদানের আদেশ ও যোগদানের কপি;
১০. চাকরির নিয়োগ আদেশ/প্রজ্ঞাপন;
১১. বিগত পাঁচ বছরের এসিআর (২০১৫-২০২০) স্ক্যানপূর্বক এসিআর শাখায় জমা থাকতে হবে;
১২. সন্তোষজনক চাকরিকাল।
আদেশের অনুলিপি স্বাস্থ্য অধিদপ্তর, মহা-পরিচালক, অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন), পরিচালক (এমআইএস) ও লাইন ডাইরেক্টর (এইচআইএস এন্ড ই-হেলথ), চিফ (মনিটরিং কো-অর্ডিনেশন, এন্ড সার্পোট সেল), উপ-পরিচালক (পার-১), সিনিয়র সিস্টেম এনালিস্ট (এমআইএস), সিনিয়র সচিবের একান্ত সচিব (স্বাস্থ্য সেবা বিভাগ) ও অতিরিক্ত সচিব (প্রশাসন) এর ব্যক্তিগত কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভাগকে পাঠানো হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network