আপডেট: অক্টোবর ২০, ২০২২
র্যাবের অভিযানে আটককৃত তিন আসামি এবং জব্দকৃত আলামত » আপডেট নিউজ
এম.এ.আর.নয়ন: চুয়াডাঙ্গায় অভিযান চালিয়ে জাল টাকাসহ তিন যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার (১৯শে অক্টোবর) সন্ধ্যায় চুয়াডাঙ্গা বাস টার্মিনাল এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, চুয়াডাঙ্গা পৌরশহরের গোরস্থান পাড়ার মো. সানজিদ আহমেদ শাকিব (২২), মো. ইয়াছিন (২০) এবং মো. রনি (১৭)। বৃহস্পতিবার সন্ধ্যায় র্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্প হতে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের মাধ্যমে র্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল জানতে পারে যে, চুয়াডাঙ্গা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় জাল টাকাসহ জালিয়াতি চক্রের কয়েকজন সদস্য অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের সত্যতা যাচাই ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আভিযানিক দলটি বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে তিন যুবককে আটক করে।
এ সময় তাদের হেফাজত হতে উদ্ধার করা হয় ১ হাজার টাকার ৫টি জাল নোট এবং ৪টি মোবাইল ফোন। জব্দকৃত আলামতসহ আটককৃত আসামিদের চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

