আপডেট: ডিসেম্বর ২৭, ২০২২
উথলী বাসস্ট্যান্ড মোড়ের একটি দোকানে অভিযান পরিচালনা করছেন সজল আহম্মেদ » আপডেট নিউজ
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার (২৭শে ডিসেম্বর) দুপুরে পরিচালিত ভ্রাম্যমাণ এই অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ।
তিনি জানান, মঙ্গলবার দুপুরে জীবননগর উপজেলার উথলী বাসস্ট্যান্ড মোড়ের মেসার্স লিজা স্টোর, সেসার্স নদী নেহা ফল ঘর এবং সেমার্স মুভি স্টোরে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে মেসার্স লিজা স্টোরের স্বত্বাধিকারী হাফিজুর রহমানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৮ ও ৫১ ধারায় ৫ হাজার টাকা এবং মেসার্স নদী নেহা ফল ঘরের স্বত্বাধিকারী নজরুল ইসলাম, মেসার্স মুভি স্টোরের স্বত্বাধিকারী মাহফুজুর রহমানকে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে একই আইনের ৫১ ধারায় ১ হাজার টাকা করে জরিমানা করা হয়।
জীবননগর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আনিসুর রহমান এবং চুয়াডাঙ্গা পুলিশ লাইন্সের একটি দল অভিযান পরিচালনার কাজে সহযোগিতা করেন। সজল আহম্মেদ আরও জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এম.এ.আর.নয়ন/স্টাফ রিপোর্টার/আপডেট নিউজ

