আপডেট: ডিসেম্বর ১২, ২০২৩
অনলাইন ডেস্ক:: চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। একই সঙ্গে শীতে কাঁপছে মানুষ।শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান।তিনি জানান, শনিবার সকাল ৯টায় চুয়াডাঙ্গার সর্বমিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, যা দেশের সর্বমিম্ন তাপমাত্রা। এ
র আগে সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ। গত ৮ ডিসেম্বর সকাল ৯টায় চুয়াডাঙ্গায় সর্বমিম্ন তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস।তিনি আরো জানান, গত কয়েকদিন বৃষ্টি থাকার কারণে বাতাসের আর্দ্রতা অনেক বেশি আছে। ক্রমশ কমতে থাকবে তাপমাত্রাও।

