দেশে ২৪ ঘণ্টায় করোনায় ৩৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৯১১, মোট মৃত্যু ৭০৯ জন
আপডেট: জুন ২, ২০২০
ফেইসবুক শেয়ার করুন
দেশে ২৪ ঘণ্টায় করোনায় ৩৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৯১১, মোট মৃত্যু ৭০৯ জন
আপডেট:
Photo Card
Preview
দেশে ২৪ ঘণ্টায় করোনায় ৩৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৯১১, মোট মৃত্যু ৭০৯ জন
আপডেট নিউজ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত আরো দুই হাজার ৯১১ জনকে শনাক্ত করা হয়েছে। যা একদিনের পরিসংখ্যানে এখন পর্যন্ত সর্বোচ্চ। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৫২ হাজার ৪৪৫ জনে দাঁড়িয়েছে। একই সময়ে মারা গেছেন আরো ৩৭ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৭০৯ জন। মঙ্গলবার দুপুর আড়াইটায় করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে দৈনন্দিন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। বুলেটিনে বলা হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৫২টি ল্যাবে ১২ হাজার ৭০৪টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে আরো দুই হাজার ৯১১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে করোনায় মোট...
আপডেট নিউজ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত আরো দুই হাজার ৯১১ জনকে শনাক্ত করা হয়েছে। যা একদিনের পরিসংখ্যানে এখন পর্যন্ত সর্বোচ্চ। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৫২ হাজার ৪৪৫ জনে দাঁড়িয়েছে। একই সময়ে মারা গেছেন আরো ৩৭ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৭০৯ জন।
মঙ্গলবার দুপুর আড়াইটায় করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে দৈনন্দিন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
বুলেটিনে বলা হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৫২টি ল্যাবে ১২ হাজার ৭০৪টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে আরো দুই হাজার ৯১১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫২ হাজার ৪৪৫ জনে।
আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩৭ জন। এদের মধ্যে পুরুষ ৩৩ জন এবং নারী ৪ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৭০৯ জনে।
গত ২৪ ঘণ্টায় আরো ৫২৩ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে মোট ১১ হাজার ১২০ জন সুস্থ হলেন।দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটার এর তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত মহামারি করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৩ লাখ ৭৭ হাজার ৭৯৭। এছাড়া আক্রান্ত হয়েছেন ৬৩ লাখ ৮৪ হাজার ২০৫ জন। সুস্থ হয়ে উঠেছেন ২৯ লাখ ২০ হাজার ৯৫৩ জন।