২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

শিরোনাম
হিজলা-মেহেন্দিগঞ্জের প্রান্তিক ভোটাররা ঝুঁকছেন দাঁড়িপাল্লার দিকে বেয়াদবি করলে আগুনের ফুলকি দেখতে পাবা: ডা. শফিকুর রহমান গৌরনদী বার্থী ইউনিয়নে জহির উদ্দিন স্বপনের ব্যাপক গণসংযোগ বাকেরগঞ্জের ইউএনও, সার্কেল এএসপি ও পুলিশ ফাঁড়ির ইনচার্জদের প্রত্যাহারের দাবি ভোলায় সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ নিহত ৩ বানারীপাড়ায় সেনাবাহিনীর হাতে দণ্ডপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার কুড়িগ্রামে স্কুল ফিডিংয়ের খাবার সঠিক সময়ে পাচ্ছেনা, অভিভাবক ও শিক্ষার্থীদের তীব্র ক্ষোভ খাগড়াছড়িতে জব ফেয়ার উদ্বোধন ও কারিগরি শিক্ষার গুরুত্ব নিয়ে সেমিনার কর্মস্থলে থাকেননা বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও

পিরোজপুরে ১৬ প্রার্থীর মধ্যে ১১ জনের মনোনয়ন বৈধ ঘোষণা

আপডেট: জানুয়ারি ৩, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

পিরোজপুর প্রতিনিধি:: পিরোজপুর জেলার তিনটি সংসদীয় আসনে দাখিলকৃত ১৬টি মনোনয়নপত্রের মধ্যে ১১টি বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।

শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভা কক্ষে যাচাই-বাছাই শেষে এই ঘোষণা দেওয়া হয়।পিরোজপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আবু সাঈদ জানান, তিনটি আসনের জন্য ভিন্ন ভিন্ন সময়ে শুনানি অনুষ্ঠিত হয়। যাচাই-বাছাই শেষে ১১ জন প্রার্থীর কাগজপত্র সঠিক পাওয়া গেছে। তবে পিরোজপুর-৩ আসনের আরও দুইজন প্রার্থীর ক্ষেত্রে কিছু প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া সাপেক্ষে তাঁদের মনোনয়ন বৈধ করা হবে বলে জানানো হয়েছে।

যাচাই-বাছাইয়ে পিরোজপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেন ও মোস্তাফিজুর রহমান এবং পিরোজপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী তহিদুজ্জামানের প্রার্থিতা অবৈধ ঘোষণা করা হয়েছে।

রিটার্নিং কর্মকর্তা জানান, পিরোজপুর-৩ আসনের জামায়াতে ইসলামী এবং জাতীয় পার্টির প্রার্থীর প্রয়োজনীয় কিছু দলিলাদি অসম্পূর্ণ রয়েছে। তাঁরা সঠিক কাগজপত্র সংযুক্ত করলে তাঁদের মনোনয়ন বৈধ করা হবে।মনোনয়ন যাচাই-বাছাইকালে জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল মান্নান, অতিরিক্ত জেলা প্রশাসক মাহমুদুর রহমান মামুনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।জেলা রিটার্নিং কর্মকর্তা আবু সাঈদ বলেন, যাচাই-বাছাই প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের আইন ও বিধিমালা কঠোরভাবে অনুসরণ করা হয়েছে। যাদের প্রার্থিতা বাতিল হয়েছে, তাঁরা বিধি অনুযায়ী আপিল করতে পারবেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network