২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

‘ভিআইপিদের জন্য আলাদা হাসপাতাল তৈরির বিষয়টি স্রেফ গুজব’

আপডেট: এপ্রিল ২৪, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্কঃ ভিআইপিদের জন্য আলাদা হাসপাতাল তৈরির বিষয়টি গুজব বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, চিকিৎসা ক্ষেত্রে ভিআইপিদের জন্য বিশেষ ব্যবস্থা গড়ে তোলার ব্যাপারে একটি মহল প্রচারণা চালাচ্ছে। ভিআইপিদের জন্য আলাদা হাসপাতাল তৈরির বিষয়টি স্রেফ গুজব।

আজ শুক্রবার (২৪ এপ্রিল) এক ভিডিও বার্তায় তিনি এ অভিযোগ করেন।সেতুমন্ত্রী বলেন, আমি যতটুকু জানি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ধরনের কোনো প্রস্তাবে সমর্থন দেননি। রোগীকে রোগী হিসেবে দেখবো। এখানে ধনী-দরিদ্রের কোনো বিষয় নেই। বিত্তবান-বিত্তহীনের কোনো বিষয় নেই।

তিনি অভিযোগ করে বলেন, আমাদের দেশের কেউ কেউ আজকে করোনা প্রতিরোধে জাতীয় টাস্কফোর্স গঠনের জন্য সরকারকে আহ্বান করেছেন। কিন্তু আজ সারা দুনিয়া করোনা প্রতিরোধে কোথাও টাস্কফোর্স দলীয়ভাবে বা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে গড়ে তোলা কোনো নজির কোথাও নেই।

পরে পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশবাসী বিশেষ করে মুসলিম উম্মাহকে রমজানের শুভেচ্ছাও জানান সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network