সংসদ সদস্য হাবিবুর রহমান লাইফ সাপোর্টে
অনলাইন ডেস্ক :: ঢাকা-৫ আসনের সংসদ সদস্য (এমপি) হাবিবুর রহমান মোল্লাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।মঙ্গলবার রাতে হাবিবুর রহমান মোল্লার বড় ছেলে মশিউর রহমানের স্ত্রী তানিয়া রাহিম এ তথ্য জানান। ১৯৯৬ সালে ঢাকা-৪ আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন হাবিবুর রহমান মোল্লা। ২০০১ সালের সাধারণ নির্বাচনে ওই আসন থেকে হারলেও নির্বাচন কমিশনের সীমা পুনর্নির্ধারণের কারণে তার এলাকা ঢাকা-৫ আসন হয়ে যায়। পরে ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে তিনি টানা তিনবার এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।তার বড় ছেলে মশিউর রহমান সজল মোল্লা ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।