২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

শিরোনাম
খাগড়াছড়িতে সহস্রাধিক চাকমা নেতাকর্মীর বিএনপিতে যোগদান বরিশালে হাতপাখার পক্ষে প্রচারণায় ঝড় তুলেছেন নারী কর্মীরা পবিপ্রবির হলে রুম না পেয়ে প্রভোস্ট অফিসে শিক্ষার্থীদের তালা বিএনপি ক্ষমতায় এলে কর্মসংস্থান সৃষ্টি করে বেকার সমস্যার সমাধান করা হবে: তারেক রহমান পাথরঘাটায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রচারণায় নারী হেনস্থার অভিযোগে সংবাদ সম্মেলন মানিকছড়িতে যুবককে গলা কেটে হত্যা চেষ্টা: দুই আসামি গ্রেফতার ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে ২ সন্ত্রাসী আটক ‎বাটাজোড় অশ্বনী কুমার ইনস্টিটিউশনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বরিশালে দুর্নীতি মামলায় বিআরটিএর সাবেক সহকারী পরিচালক কারাগারে

সরকারি প্রভাবশালী মানুষ চিকিৎসা পাচ্ছে : রিজভী

আপডেট: জুন ১১, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক: বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, করোনার নমুনা পরীক্ষার জন্য এক কোটি লোক আবেদন করলেও সরকারি তথ্য অনুযায়ী এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে চার লাখ ৪২ হাজার। অর্থাৎ ৯৬ শতাংশ মানুষ চিকিৎসাসেবার বাইরে রয়ে গেছে। যারা চিকিৎসা পাচ্ছেন মূলত: তারা ক্ষমতাশালী ও সরকারি প্রভাবশালী মানুষ।বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে ভিডিও প্রেস কনফারেন্সে তিনি এসব কথা বলেন।

লিখিত বক্তব্যে রিজভী বলেন, ‘দেশের সিংহাভাগ মানুষ আজ করোনার চিকিৎসা পাচ্ছে না। তাহলে বিগত ১২ বছরে লাখ-কোটি টাকার ওপর যে বাজেট পেশ হয়েছে সেই টাকা গেল কোথায়? দেশে ৩০ শতাংশ হাসপাতালে অক্সিজেনের কোনো ব্যবস্থা নেই। ভেন্টিলেটর তো দূর আকাশের তারা। আইসিইউ বেড এখন সোনার হরিণের মতো স্বপ্নে দেখা যায়। কিন্তু বাস্তবে পাওয়া যায় না। স্বাস্থ্যখাতে ১২ বছরে বাজেটে বরাদ্দকৃত টাকা শুধু লুটপাটেই ব্যয়িত হয়েছে।’

তিনি বলেন, ‘ক্ষমতাসীনদের কল্যাণে এ টাকা উধাও হয়ে গেছে দেশের বাইরে বিভিন্ন দেশে। আর দেশের সাধারণ মানুষ সবসময় চিকিৎসা বঞ্চিত থেকেছে। বিশ্বব্যাপী করোনা মহামারির তাণ্ডবে এদেশের করোনা আক্রান্ত মানুষ চিকিৎসার অভাবে এক বিভিষিকাময় মৃত্যুর সম্মুক্ষীণ হয়েছে।’

রিজভী বলেন, ‘সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘যে যতই শক্তিশালী, অর্থশালী, অস্ত্রশালী হোক, কোনো শক্তিই কাজে আসছে না। করোনা ভাইরাসই যেন সবচেয়ে শক্তিশালী।’ এর আগে আপনার একজন প্রভাবশালী মন্ত্রী হুঙ্কার দিয়ে বলেছিলেন-আওয়ামী লীগ নাকি করোনার চেয়েও শক্তিশালী। সেই শক্তি গেল কোথায়? যে মন্ত্রী ওই মন্তব্যটি করেছিলেন তিনি এখন ঘরের মধ্যে লুকিয়ে গেছেন। আওয়ামী লীগের এতো শক্তি হঠাৎ চুপসে গেল কেন? আওয়ামী লীগের এ শক্তি শুধুমাত্র বিএনপিসহ বিরোধী মত ও চিন্তার মানুষকে জুলুম-নির্যাতন করতেই ব্যবহার হয়।’

বিএনপির নারী নেত্রীসহ যুব-ছাত্র কাউকেই এ দুর্যোগকালেও গুম-গ্রেফতার ও হয়রানির হাত থেকে রেহাই দেওয়া হচ্ছে না দাবি করে তিনি বলেন, ‘তৃণমূল থেকে শুরু করে কেন্দ্রীয় নেতা ও মন্ত্রীদের আত্মীয়-স্বজন পর্যন্ত কেউই এ সর্বগ্রাসী করোনার আগ্রাসনের মুখেও ত্রাণ চুরি থেকে নকল মাস্ক এর ব্যবসাসহ এহেন অনাচার অপকর্ম নেই, যেটির সঙ্গে তাদের সংশ্লিষ্টতা নেই। যার কারণে এখন করোনায় আক্রান্ত ও মৃত্যুর সর্বাধিক মাশুল দিতে হচ্ছে। প্রধানমন্ত্রীর বক্তব্যে এখন করোনার কাছে আত্মসমর্পণের সুর ধ্বনিত হচ্ছে। অথচ দম্ভোক্তি করে ‘নিজেদের করোনার চেয়েও শক্তিশালী’ ভেবে পুরো লকডাউন না দিয়ে সাধারণ ছুটি ও ক্ষুধার্ত মানুষের জনরোষ থেকে ক্ষমতার ময়ুরের সিংহাসনে যাতে ধাক্কা না লাগে সেজন্য জীবন-জীবিকার প্রশ্ন উস্কে দিয়ে করোনার ভাইরাসকে আমন্ত্রণ জানাতে সবকিছু উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এ মুহূর্তে করোনার কালবৈশাখী ঝড়ে বাংলাদেশ লণ্ডভণ্ড। হু হু করে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। গোরস্থানে মরদেহ দাফন করা যাচ্ছে না বলে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে।’

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network