২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

শিরোনাম
খাগড়াছড়িতে সহস্রাধিক চাকমা নেতাকর্মীর বিএনপিতে যোগদান বরিশালে হাতপাখার পক্ষে প্রচারণায় ঝড় তুলেছেন নারী কর্মীরা পবিপ্রবির হলে রুম না পেয়ে প্রভোস্ট অফিসে শিক্ষার্থীদের তালা বিএনপি ক্ষমতায় এলে কর্মসংস্থান সৃষ্টি করে বেকার সমস্যার সমাধান করা হবে: তারেক রহমান পাথরঘাটায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রচারণায় নারী হেনস্থার অভিযোগে সংবাদ সম্মেলন মানিকছড়িতে যুবককে গলা কেটে হত্যা চেষ্টা: দুই আসামি গ্রেফতার ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে ২ সন্ত্রাসী আটক ‎বাটাজোড় অশ্বনী কুমার ইনস্টিটিউশনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বরিশালে দুর্নীতি মামলায় বিআরটিএর সাবেক সহকারী পরিচালক কারাগারে

সাবেক মেয়র জাহাঙ্গীরকে ক্ষমা করল আওয়ামী লীগ

আপডেট: অক্টোবর ২১, ২০২৩

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: আওয়ামী লীগে ফিরলেন গাজীপুরের সাবেক মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম। গাজীপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কারের পর আবারও দল থেকে ক্ষমা পেলেন তিনি।আজ শনিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এক চিঠিতে এই ক্ষমার বিষয়টি নিশ্চিত করা হয়।

ওই চিঠিতে বলা হয়, ‘শুভেচ্ছা গ্রহণ করবেন।উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ আওয়ামী লীগের স্বার্থ, আদর্শ, শৃঙ্খলা তথা গঠনতন্ত্র ও ঘোষণাপত্র পরিপন্থি কর্মকাণ্ডে সম্পৃক্ততার জন্য ইতোপূর্বে আপনাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়। ভবিষ্যতে সংগঠনের স্বার্থ পরিপন্থি কর্মকাণ্ড ও শৃঙ্খলা ভঙ্গ না করার শর্তে ক্ষমা প্রার্থীদের প্রতি বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সাধারণ ক্ষমা ঘোষণা করে। সেই সূত্রে আপনার প্রতিও ক্ষমা প্রদর্শন করা হলো। উল্লেখ্য, ভবিষ্যতে কোনো প্রকার সংগঠনবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হলে, তা ক্ষমার অযোগ্য বলে বিবেচিত হবে।

চিঠির সত্যতা নিশ্চিত করে জাহাঙ্গীর আলম কালের কণ্ঠকে বলেন, ‘প্রাণপ্রিয় নেত্রী, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাকে ক্ষমা করেছেন। ক্ষমা করায় দলীয় প্রধান ও আওয়ামী লীগের প্রতি বিনম্র কৃতজ্ঞতা জানাই। আশা করি গাজীপুর মহানগর এখন থেকে প্রাণ ফিরে পাবে। ঝিমিয়ে পড়া দলীয় কর্মকাণ্ড গতিশীল হবে।এর আগে জাহাঙ্গীর আলম গাজীপুর সিটির মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক থাকাকালীন বঙ্গবন্ধুকে কটুক্তির অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। পরে মেয়র পদ থেকেও সাময়িক বরখাস্ত হন তিনি। কিছু দিন পর তাকে ক্ষমা করা হয়। ২০২৩ সালে গাজীপুর সিটি নির্বাচনে তিনি দলীয় মনোনয়ন চেয়ে পাননি। এরপর তার মা জায়েদা খাতুনকে স্বতন্ত্র মেয়র প্রার্থী করে মায়ের পক্ষে নির্বাচন করেন।এই কারণে তাকে আবারও দল থেকে বহিষ্কার করা হয়। জাহাঙ্গীর আলম বর্তমানে তার মায়ের উপদেষ্টা হিসেবে কাজ করছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network