২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

স্টার সিনেপ্লেক্সে আদম সিনেমার টিকিট শেষ

আপডেট: এপ্রিল ২২, ২০২৩

  • ফেইসবুক শেয়ার করুন

এ আল মামুন, বিনোদন ডেস্কঃ 

আদম থাইকা আদম সন্তান কেউ ফেরেস্তা কেউবা শয়তান শ্লোগান নিয়ে আজ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশব্যাপী অভিজাত প্রেক্ষাগৃহ গুলোতে মুক্তি পেয়েছে আবু তাওহীদ হিরণ পরিচালিত চলচ্চিত্র ‘আদম’। মুক্তির প্রথম দিনে স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা শাখায় সরেজমিনে দেখা যায় সিনেমাটির অগ্রিম টিকিট কেনার হিড়িক লেগে যায়। প্রেক্ষাগৃহেও দেখা যায় প্রথম দিনেই প্রথম শো হাউজফুল।

খোঁজ নিয়ে জানা যায় মুক্তির প্রথম দিনেই শত শত দর্শক টিকিট না পেয়ে ফিরে যাচ্ছে।

টিএইচআর মিডিয়া হাউজ প্রযোজিত গ্রামীণ জনপদের একটি কঠিন বাস্তবতা ও জীবনবোধের পটভূমিতে ‘আদম’ সিনেমাটি নির্মাণ করেছেন আবু তৌহিদ হিরন।

এতে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, শহীদুজ্জামান সেলিম, প্রাণ রায়, মনিরা মিঠু, জান্নাতুল ফেরদৌস ঐশী, ইয়াশ রোহান, রঙ্গন হৃদ্য, অ্যালেন শুভ্র, সুমনা সোমা, ইকবাল হোসেন, মিলন ভট্টাচার্য প্রমুখ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network