আপডেট: ফেব্রুয়ারি ১, ২০২৬
নিজস্ব প্রতিবেদক : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশালের উদ্যোগে ভোলায় শিক্ষার গুণগত মান উন্নয়ন বিষয়ক এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) ভোলা শিল্পকলা একাডেমীর মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশালের চেয়ারম্যান প্রফেসর মোঃ ইউনুস আলী সিদ্দিকী।
সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ-সচিব (সরকারি কলেজ-১) মোঃ আব্দুল কুদ্দূস।
সভায় ভোলা জেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ অংশগ্রহণ করেন। এসময় শিক্ষার মানোন্নয়ন, পাঠদানের গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের শিখন দক্ষতা উন্নয়ন, পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল অর্জন এবং শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলাপূর্ণ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপ-সচিব মোঃ আব্দুল কুদ্দূস বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের পেশাদারিত্ব, দায়বদ্ধতা এবং আন্তরিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের সৃজনশীল, নৈতিক ও মানবিক গুণাবলি বিকাশে সরকার নানামুখী কার্যক্রম বাস্তবায়ন করছে বলেও তিনি উল্লেখ করেন।
সভাপতির বক্তব্যে শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মোঃ ইউনুস আলী সিদ্দিকী বলেন, কেবল পাঠ্যবইনির্ভর শিক্ষা নয়, বরং নৈতিকতা, শৃঙ্খলা, মূল্যবোধ ও সহশিক্ষা কার্যক্রমের সমন্বয়ের মাধ্যমে একটি টেকসই ও গুণগত শিক্ষাব্যবস্থা গড়ে তোলাই বরিশাল শিক্ষাবোর্ডের মূল লক্ষ্য। তিনি বলেন, শিক্ষার্থীদের প্রকৃত মেধা ও দক্ষতা বিকাশে শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের আরও পরিকল্পিত ও ফলপ্রসূ উদ্যোগ গ্রহণ করতে হবে।
তিনি আরও বলেন, বরিশাল শিক্ষাবোর্ড সম্পূর্ণ স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিয়মতান্ত্রিকতার মাধ্যমে পরিচালিত হয়ে আসছে। এখানে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি কিংবা অবৈধ প্রভাব বিস্তারের সুযোগ নেই। শিক্ষা প্রশাসনে স্বচ্ছতা ও ন্যায়ের সংস্কৃতি প্রতিষ্ঠায় বোর্ড সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
চেয়ারম্যান আরও জানান, বরিশাল শিক্ষাবোর্ডের আওতাধীন কোনো শিক্ষক, শিক্ষার্থী কিংবা সেবা প্রত্যাশী ব্যক্তি যদি কোনোভাবে হয়রানি বা সমস্যার সম্মুখীন হন, তাহলে সরাসরি বোর্ড কর্তৃপক্ষ বা আমাকে (চেয়ারম্যান) অবহিত করলে দ্রুত ও যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
শিক্ষাসেবাকে আরও সহজ, সময়োপযোগী ও জনবান্ধব করতে ডিজিটাল সেবা সম্প্রসারণসহ বিভিন্ন সংস্কারমূলক উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক পরিবেশ উন্নয়ন, নিয়মিত শ্রেণি কার্যক্রম নিশ্চিতকরণ, পরীক্ষায় নকলমুক্ত পরিবেশ বজায় রাখা এবং শিক্ষার্থীদের নৈতিক ও সামাজিক মূল্যবোধ গঠনে প্রতিষ্ঠান প্রধানদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
মতবিনিময় সভাটি শিক্ষার সার্বিক মানোন্নয়নে বাস্তবমুখী দিকনির্দেশনা প্রদান করেছে বলে মন্তব্য করেন অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা। তারা এ ধরনের সভা নিয়মিত আয়োজনের দাবি জানান।

