আপডেট: মে ২৬, ২০২৩
চুয়াডাঙ্গা জেলা বিএনপির জনসমাবেশ
দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতি, বিদ্যুতের অসহনীয় লোডশেডিং, বেগম খালেদা জিয়ার মুক্তি এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনসহ ১০ দফা দাবিতে চুয়াডাঙ্গায় বিএনপির জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ মে) বিকাল ৪টার সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চুয়াডাঙ্গা জেলা শাখার আয়োজনে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্বরে এই জনসমাবেশ অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খন্দকার আব্দুল জব্বার সোনার সভাপতিত্বে জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী। চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্য সচিব শরীফুজ্জামান শরীফের পরিচালনায় জনসমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) বাবু জয়ন্ত কুমার কুন্ডু। সমাবেশে জেলা-উপজেলাসহ বিভিন্ন এলাকার বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: এম.এ.আর.নয়ন।

