২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

বঙ্গবন্ধুর খুনি মাজেদকে গ্রেফতারে জাতি উল্লসিত: তোফায়েল

আপডেট: এপ্রিল ৮, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন
আপডেট নিউজ ডেস্ক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনি ক্যাপ্টেন (অব.)আবদুল মাজেদকে গ্রেফতার করায় বাঙালি জাতি আনন্দিত ও উল্লসিত বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ।
বুধবার নিজ বাসভবন থেকে এক ভিডিও বার্তার মাধ্যমে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
 
তোফায়েল আহমেদ বলেন, বঙ্গবন্ধুকে যারা হত্যা করে বাংলাদেশের স্বাধীনতাকে ধ্বংস করতে চেয়েছিল, ১৫ আগস্ট একটি স্বপ্নকে যারা হত্যা করেছিল, তাদের মধ্যে এই খুনি মাজেদ ছিল অন্যতম। সে একজন দুর্ধর্ষ প্রকৃতির লোক।
 
তিনি বলেন, বঙ্গবন্ধুর দুই কন্যা যারা দেশের বাইরে ছিলেন তাদেরকে ছাড়া বাকি সবাইকে হত্যা করেছিলো এই ঘাতকেরা। এমনকি খুনি মাজেদ আমার এপিএস শফিকুল আলম মিন্টুকে (১৯৭৩ সালের প্রশাসনিক কর্মকর্তা) নির্মমভাবে টর্চার করে। পরে হত্যা করে বুড়িগঙ্গা নদীতে তার লাশ ফেলে দিয়েছিল।
 
তিনি বলেন, আমি (তোফায়েল আহমেদ) যখন ময়মনসিংহ কারাগারে বন্দি ছিলাম হঠাৎ কেউ জিজ্ঞাসা করছে একটু শুনতে পেলাম শফিকুল আলম মিন্টু নামে কেউ আছে কি না । তখন আমি বুঝতে পেরেছিলাম। কারণ খুনি মাজেদ আমাকে গ্রেফতার করে পুলিশ কন্ট্রোল রুম থেকে বের করে তুলে নিয়ে গিয়েছিল রেডিও স্টেশনের দিকে। তার উদ্দেশ্য ছিলো আমাকে হত্যা করার। এই মাজেদের ফাঁসির রায় কার্যকর করলে জাতির মনের আশা পূরণ হবে। তাকে গ্রেফতারের মধ্যে দিয়ে বাঙালি জাতি আজ উল্লসিত হয়েছে। এই মাজেদরা স্বাধীন দেশকে ধ্বংস করতে চেয়েছিল।
  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network