দেশে করোনা কেড়ে নিল আরও ১০ প্রাণ, নতুন আক্রান্ত ৩৪১
আপডেট: এপ্রিল ১৬, ২০২০
ফেইসবুক শেয়ার করুন
দেশে করোনা কেড়ে নিল আরও ১০ প্রাণ, নতুন আক্রান্ত ৩৪১
আপডেট:
Photo Card
Preview
দেশে করোনা কেড়ে নিল আরও ১০ প্রাণ, নতুন আক্রান্ত ৩৪১
আপডেট নিউজ ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ৬০ জনের মৃত্যু হলো। এছাড়া নতুন করে আরো ৩৪১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সারাদেশে মোট ১৫৭২ জন করোনা রোগী শনাক্ত হলো। বৃহস্পতিবার সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে যুক্ত হয়ে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। এদিকে, সরকারি-বেসরকারি সূত্রের বরাতে বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ তথ্য প্রকাশ করে ওয়ার্ল্ডোমিটার ডটকম। তাদের হিসাবে বিশ্বে মোট আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৮৮ হাজার ৬৪৪ জন। প্রাণহানি সংখ্যা এক লাখ ৩৪ হাজার ৭৫৭। আক্রান্ত...
আপডেট নিউজ ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ৬০ জনের মৃত্যু হলো। এছাড়া নতুন করে আরো ৩৪১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সারাদেশে মোট ১৫৭২ জন করোনা রোগী শনাক্ত হলো।
বৃহস্পতিবার সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে যুক্ত হয়ে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
এদিকে, সরকারি-বেসরকারি সূত্রের বরাতে বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ তথ্য প্রকাশ করে ওয়ার্ল্ডোমিটার ডটকম। তাদের হিসাবে বিশ্বে মোট আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৮৮ হাজার ৬৪৪ জন। প্রাণহানি সংখ্যা এক লাখ ৩৪ হাজার ৭৫৭।
আক্রান্ত হয়ে সেরে উঠেছেন ৫ লাখ ১৬ হাজার ৫ জন। এখনো ১৪ লাখ ৩৭ হাজার ৭৮৫ জন সংক্রমিত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।