২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

প্রথম আলো ও ইত্তেফাকের আরো ৭ সাংবাদিক করোনায় আক্রান্ত

আপডেট: মে ১১, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

জাতীয় দৈনিক প্রথম আলোর একজন ও দৈনিক ইত্তেফাকের ছয় সংবাদকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

সোমবার ওই সংবাদকর্মীদের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়। প্রথম আলো ও ইত্তেফাকের সিনিয়র দুই সাংবাদিক এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে প্রথম আলোর এক কর্মী করোনা আক্রান্ত হওয়ার পর সবাই নিজ নিজ বাসা থেকে কাজ করছেন। ফলে বিশেষ ব্যবস্থায় বের হচ্ছে পত্রিকাটি। তবে ওই সাংবাদিক এরইমধ্যে সেরে উঠেছেন।

নতুন ৬ জনসহ দৈনিক ইত্তেফাকে এ নিয়ে আক্রান্তের সংখ্যা ১২-তে পৌঁছেছে। তারা সবাই ঢাকার হেড অফিসে বসতেন। এখন কয়েকজন ছাড়া সবাই বাড়ি থেকে অফিস করছেন।

সারাদেশে বিভিন্ন প্রতিষ্ঠানের মোট ৮৭ জন সংবাদকর্মী করোনায় আক্রান্ত হলেন। তবে এর মধ্যেই ১৪ জন সংবাদকর্মী সেরে উঠেছেন। আর একজন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। দুজন সংবাদকর্মী করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network