দেশে ২৪ ঘণ্টায় করোনায় ২৮ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৫৩২, মোট মৃত্যু ৪৮০ জন
আপডেট: মে ২৪, ২০২০
ফেইসবুক শেয়ার করুন
দেশে ২৪ ঘণ্টায় করোনায় ২৮ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৫৩২, মোট মৃত্যু ৪৮০ জন
আপডেট:
Photo Card
Preview
দেশে ২৪ ঘণ্টায় করোনায় ২৮ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৫৩২, মোট মৃত্যু ৪৮০ জন
আপডেট নিউজ ডেস্ক:: গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত আরো এক হাজার ৫৩২ জনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৩৩ হাজার ৭৩৭ জনে দাঁড়িয়েছে। একই সময়ে মারা গেছেন আরো ২৮ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৪৮০ জন। রোববার দুপুর আড়াইটায় করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে দৈনন্দিন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। বুলেটিনে বলা হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আইইডিসিআরসহ ৪৭টি প্রতিষ্ঠানে ৮ হাজার ৯০৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে আরো এক হাজার ৫৩২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩...
আপডেট নিউজ ডেস্ক:: গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত আরো এক হাজার ৫৩২ জনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৩৩ হাজার ৭৩৭ জনে দাঁড়িয়েছে। একই সময়ে মারা গেছেন আরো ২৮ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৪৮০ জন।
রোববার দুপুর আড়াইটায় করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে দৈনন্দিন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
বুলেটিনে বলা হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আইইডিসিআরসহ ৪৭টি প্রতিষ্ঠানে ৮ হাজার ৯০৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে আরো এক হাজার ৫৩২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ হাজার ৭৩৭ জনে।
গত ২৪ ঘণ্টায় আরো ৪১৫ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে মোট ৬ হাজার ৯০১ জন সুস্থ হলেন।
দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটার এর তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত মহামারি করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৩ লাখ ৪৪ হাজার ২০৬। এছাড়া আক্রান্ত হয়েছেন ৫৪ লাখ ১৮ হাজার ৪৯৫ জন। সুস্থ হয়ে উঠেছেন ২২ লাখ ৫৪ হাজার ৪০৬ জন।