২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

বরিশালের মুলাদীতে সেনাবাহিনী মেডিক্যাল ক্যাম্পেইন-২ অনুষ্ঠিত

আপডেট: মে ৩০, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

মুলাদী প্রতিনিধিঃ বরিশালের মুলাদী উপজেলায় মুলাদী সরকারী মাহমুদজান মাধ্যমিক বিদ্যালয়
প্রাঙ্গণে ৩০ মে শনিবার সকাল ১০টায় সেনাবাহিনী মেডিক্যাল ক্যাম্পেইন-২
অনুষ্ঠিত হয়।
ঘূর্ণিঝড় আম্ফান পরবর্তী কার্যক্রম হিসেবে দরিদ্র মানুষের স্বাস্থ্য
ঝুঁকি কমাতেই বরিশালে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনী ৭
পদাতিক ডিভিশন-এর সৌজন্যে, বরিশাল সিএমএইচ-এর পরিচালনায় ৬ পদাতিক ব্রিগেড
(৬২ই বেংগল)-এর ব্যাবস্থাপনায় গাইনি ও মেডিসিনসহ বিভিন্ন রোগের চিকিৎসা
সেবা দিয়ে যাচ্ছে। ১৫৪জন অসুস্থ ব্যাক্তিকে চিকিৎসা সেবাসহ বিনামূল্যে
ঔষধ বিতরণ করা হয়। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলেই চিকিৎসা
ব্যবস্থা দেয়া হচ্ছে।
মেজর মোঃ রাশেদুল কবীর বলেন, এ করোনা দূর্যোগের সময় মানুষ ঘর থেকে বের
হতে পারছে না ও ভালোভাবে চিকিৎসা সেবা নিতে পারছে না। মানুষদের চিকিৎসার
আওতায় আনার জন্য এ উদ্যোগ নেয়া। আমরা অসহায় ও অসুস্থ মানুষের সেবা দেয়ার
জন্য প্রস্তুত। আপনার আমাদেরকে আবারও ডাকলে আমরা চিকিৎসা সেবা দিয়ে যাবো।
বরিশাল বিভাগে ২৮টি টিম প্রতিদিন এভাবে কাজ করে যাচ্ছে।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অধিনায়ক লেঃ কর্ণের ফয়সল আবেদি হাসান।
সরেজমিনে উপস্থিত থেকে অক্লান্ত পরিশ্রম করে রোগীদের স্বাস্ব্য সেবার কাজ
করে যাচ্ছেন মেজর মোঃ রাশেদুল কবীর, মেজর কামরুন্নেসা ও ক্যাপ্টেন মোঃ
হোসেন মাহাবুবসহ ৬২ইষ্ট বেংগলের সদস্যবৃন্দ।
সেনাবাহিনীর সদস্যদের পাশাপাশি স্থানীয় আর্তনাদ ব্লাড ফাউন্ডেশনের
সদস্যগণ স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালনের মাধ্যমে একটু সহযোগিতার হাত
বাড়িয়ে ছিলেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network