১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

করোনার ভয়াবহতা এড়াতে করোনাজয়ী ডা.মনিরুজ্জামানের কিছু পরামর্শ

আপডেট: জুন ৪, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ: বরিশাল শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে একমাস সেবা প্রদানের পর নিজেই আক্রান্ত হয়েছিলেন ডা. মনিরুজ্জামান খান। তিনি মূলত বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার। অবশেষে অনেক তিক্ত অভিজ্ঞতা নিয়ে করোনাকে জয় করে এখন আবার কর্মস্থলে রোগীর সেবা প্রদান করে যাচ্ছেন। করোনার ভয়াবহতা এড়াতে দৈনন্দিন জীবনে কিছু নিয়মকানুন মেনে চলতে পরামর্শ দিয়েছেন তিনি। যাহা নিম্নরূপ:-

 

অফিসে গল্প আড্ডায় সময় নস্ট না করে প্রয়োজনীয় কাজ শেষে দ্রুত বাড়িতে ফিরুন।

আইসিইউ এবং ভেন্টিলেটরের মত মারাত্মক অবস্থা এড়াতে সচেতনভাবে করোনা মোকাবেলা করতে হবে।

★ শরীরে জীবাণু নাশক ছিটাবেন না।
★ পিপিই এবং গ্লোভস নিয়ে মাতামাতি করবেন না।
★ কয়েকজন একত্রিত হয়ে গল্প গুজবে মাতবেন না।
★ ধুমপান ও তামাক গ্রহণ করবেন না।
★ ঘরের বাইরে খাবার গ্রহণ এড়িয়ে চলার চেস্টা করুন।
★ সদা সর্তক থাকুন এবং মহান আল্লাহকে স্মরণ করুন।

অফিসে থাকাকালীনঃ
★ তিন স্তরের সার্জিক্যাল মাস্ক পরিধান,
★ ৬ ফুট শারীরিক দূরত্ব বজায় রাখুন,
★ পরিস্কার পরিচ্ছন্ন বাথরুম ব্যবহার,
★ বাথরুম ব্যবহারের পর পর্যাপ্ত পানি ঢালুন,
★ হাঁচি কাশির শিষ্টাচার মেনে চলুন,
★ হাত,নাক,মুখ ও পা পরিস্কার রাখুন,
★ তোষামোদি করতে বস বা অফিসারের রুমে যাতায়াত করবেন না,
★পরিধানকৃত জুতা ঘরের বাইরে রাখুন,
★ বাইরে থেকে ঘরে এসে পরিস্কার হয়ে নিন।

সরকারের ঘোষিত অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলুন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network