২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

শুরুতেই সাজঘরে ফিরলেন সৌম্য ও শান্ত

আপডেট: ফেব্রুয়ারি ১২, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে প্রথম ইনিংসে ৪০৯ রানে অলআউট হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ। তবে বাংলাদেশের শুরুটা মোটেও ভালো হয়নি।দলীয় মাত্র ১১ রানেই হারিয়েছে দুই উইকেট। সৌম্য সরকার শূন্য রানে ও নাজমুল হোসেন শান্ত ৪ রানে সাজঘরে ফিরে গেছেন। দুটি উইকেটই নিয়েছেন শ্যানন গ্যাব্রিয়েল।

প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের স্কোর ২ উইকেটে ১৪ রান। তামিম ইকবাল ৮ ও অধিনায়ক মমিনুল হক ২ রানে ব্যাট করছেন।

এর আগে জশুয়া ডা সিলভার ৯২, এনক্রুমা বোনারের ৯০ ও আলজারি জোসেফের ৮২ রানের ইনিংসে ভর করে প্রথম ইনিংসে ৪০৯ রান করে উইন্ডিজ। বাংলাদেশের পক্ষে পেসার আবু জায়েদ রাহি ও বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ৪টি করে উইকেট নিয়েছেন। এছাড়া মেহেদী হাসান মিরাজ ও সৌম্য সরকার একটি করে উইকেট নিয়েছেন।

প্রথম টেস্টে ৩ উইকেটে জিতে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে আছে ক্যারিবীয়রা। তাই সিরিজ বাঁচাতে হলে এই টেস্ট জয়ের বিকল্প নেই টাইগারদের।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network