২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

আপডেট: জুলাই ১৬, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

খেলাধুলা: হারারে স্পোর্টস ক্লাবে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ।জিম্বাবুয়ের পেসারদের দাপটে ৩ উইকেট হারিয়ে ফেলেছে টাইগাররা।তৃতীয় উইকেট হিসেবে আউট হয়েছেন সাকিব আল হাসানের পরে নামা মোহাম্মদ মিঠুন।

১৩.৪ ওভারে চাতারার বলে কাট করতে দিয়ে ব্যাটে-বলে সেভাবে সংযোগ করতে পারেননি মিঠুন।ব্যাটের কানা ছুঁয়ে তা চলে যায় উইকেটরক্ষক চাকাভার গ্লাভসে।আউট হওয়ার আগে ১৯ বলে ১৯ রান করেন মিঠুন। উইকেটে নেমে বেশ ভালোই খেলছিলেন। ৪টি বাউন্ডারিও হাঁকিয়েছেন। কিন্তু অবিবেচকের মতো শট খেলতে গিয়ে সাকিবের মতো ফিরলেন তিনিও।

এর আগে পেসার মুজারাবানির দ্বিতীয় শিকারে পরিণত হন সাকিব। মাঠে নেমেই চার হাঁকিয়ে ফর্মে ফেরার ইঙ্গিত দেন সাকিব। এরপর আরো দুটি বাউন্ডারি হাঁকান।কিন্তু ৮.২ ওভারে মুজারাবানির দ্বিতীয় ডেলিভারিটি ঠিক মতো খেলতে পারেননি এ অলরাউন্ডার। স্কয়ার কাট করতে গিয়ে কভারে বার্লের হাতে সহজ ক্যাচ তুলে দেন।

২৫ বলে ১৯ রান করে বিদায় নিলেন সাকিব।আজ ব্যাট হাতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। মুজারাবানির প্রথম শিকার ওপেনার তামিম। ৭ বল মোকাবিলা করে রানের খাতাই খুলতে পারেননি বাংলাদেশ অধিনায়ক।

মুজারাবানির দ্বিতীয় ওভারের প্রথম বলেই চাকাভার হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরের পথে হাটেন তামিম।এ প্রতিবেদন লেখার সময় ১৬ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ৬৬ রান।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network