২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

বান্দরবানে ১৪ ফুট লম্বা অজগর উদ্ধার

আপডেট: ডিসেম্বর ১, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

বান্দরবানে উদ্ধার ১৪ ফুট লম্বা অজগর বনবিভাগে হস্তান্তর
অনলাইন ডেস্ক:: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থেকে প্রায় ২৮ কেজি ওজনের ১৪ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার (৩০ নভেম্বর) বিকেলে ঘুমধুমে কুমির প্রজনন কেন্দ্রের জঙ্গল থেকে উদ্ধার করা সাপটি অবমুক্ত করার জন্য কক্সবাজারের উখিয়ার রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলমের নিকট হস্তান্তর করা হয়েছে।

ওই এলাকার আকিজ কুমির প্রজনন কেন্দ্রের জঙ্গলে সাপ ঢুকে পড়লে স্থানীয়দের নজরে পড়ে বিষয়টি। সাপটি ধরেছেন আকিজ কুমির প্রজনন কেন্দ্রে দায়িত্বরত বণ্যপ্রাণী বিশেষজ্ঞ আদনান আজাদ আসিফ।

এ সময় সেখিনে উপস্থিত ছিলেন আকিজ ওয়াইল্ড লাইভ ফার্মের পক্ষে আকিজ গ্রুপের ম্যানেজার (অপারেশন) মো. তৌহিদুল ইসলাম, আকিজ কুমির প্রজনন কেন্দ্রের বন্যপ্রাণী বিশেষজ্ঞ আদনান আজাদ আসিফ,আজিজ গ্রুপের কর্মকর্তা (ভুমি) রেজাউল করিম প্রমুখ।

সংশ্লিষ্টরা জানান, পার্শ্ববর্তী পাহাড় থেকে সাপটি খাদ্যের অভাবে হয়তো কুমির প্রজনন কেন্দ্রে ঢুকে পড়েছিল। কুমির প্রজনন কেন্দ্রের কুমিরের জন্য খাবার সরবরাহ করা হয় প্রতিদিন। খাবারের সন্ধানে সাপটি সেখানে ঢুকে পড়তে পারে বলে কর্মকর্তারা মনে করছেন।বিষয়টি নজরে আসলে তাৎক্ষণিক অজগর সাপটি উদ্ধার করে বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network