২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

শিরোনাম
বরিশালে হাতপাখার পক্ষে প্রচারণায় ঝড় তুলেছেন নারী কর্মীরা পবিপ্রবির হলে রুম না পেয়ে প্রভোস্ট অফিসে শিক্ষার্থীদের তালা বিএনপি ক্ষমতায় এলে কর্মসংস্থান সৃষ্টি করে বেকার সমস্যার সমাধান করা হবে: তারেক রহমান পাথরঘাটায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রচারণায় নারী হেনস্থার অভিযোগে সংবাদ সম্মেলন মানিকছড়িতে যুবককে গলা কেটে হত্যা চেষ্টা: দুই আসামি গ্রেফতার ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে ২ সন্ত্রাসী আটক ‎বাটাজোড় অশ্বনী কুমার ইনস্টিটিউশনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বরিশালে দুর্নীতি মামলায় বিআরটিএর সাবেক সহকারী পরিচালক কারাগারে গৌরনদীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর সমর্থক সন্দেহে মা’র’ধ’র, আহত-৬

শিবচরে অপহরণকারী চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

আপডেট: মার্চ ১৯, ২০২২

  • ফেইসবুক শেয়ার করুন

মাদারীপুর প্রতিনিধি:: বরিশাল যাওয়ার পথে মাদারীপুরের শিবচরের বাংলাবাজার ঘাট থেকে অপহরণ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই অপহৃত ব্যক্তিকে উদ্ধার করেছে র‌্যাব। এ সময় র‌্যাব-৬ অপহরণকারীকে গ্রেপ্তার করেছে।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-৮ জানায়, গত ১৫ মার্চ বরিশালের উজিরপুর থানার কুড়ালিয়া গ্রামের মৃত হোসেন মল্লিকের ছেলে সোহেল মল্লিক (৩৯) তার পরিচিত একই জেলার আগৈলঝাড়া থানার গৈলা গ্রামের বাবুল সরদারের ছেলে মো. রুবেল সরদারের (৩৩) সঙ্গে ঢাকা থেকে বরিশালের উদ্দেশে রওনা দেন। তারা শিবচরের বাংলাবাজার ঘাটে এলে পূর্বপরিকল্পিতভাবে রুবেল সরদার তার সহযোগী মো. রাসেল মিয়া, মো. শাহজালাল, মোহাম্মদ হোসেন, মো. হালিম মণ্ডল, মো. অপু সরোয়ারসহ অপহরণকারী চক্রের একটি দল বাংলাবাজার ঘাট থেকে সোহেল মল্লিককে একটি ইজিবাইকে উঠিয়ে শিবচরের হাজী ওমর আলী বেপারীকান্দি নামক গ্রামে শাহজালালের বাড়িতে নিয়ে যায়। অপহরণকারীরা সেখানে অপহৃত সোহেল মল্লিককে বেদম মারধর করে তার পরিবারের কাছে ফোনে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। দাবীকৃত মুক্তিপণ না দিলে সোহেল মল্লিককে হত্যার হুমকিও দেয় অপহরণকারীরা। সেখানে থাকা অবস্থায়ই কৌশলে সোহেল মল্লিক মোবাইলের মাধ্যমে তার এক মামাতো ভাইকে অপহরণের বিষয়টি জানালে তার মামাতো ভাই বিষয়টি র‌্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুরের কম্পানি কমান্ডারকে অবহিত করে। সঙ্গে সঙ্গেই তথ্য-প্রযুক্তির সহায়তায় অবস্থান নিশ্চিত হয়ে র‌্যাব-৮ সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ দল কম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলামের নেতৃত্বে এর একটি দল ১৬ মার্চ গভীর রাতে শিবচরের কাঁঠালবাড়ী ইউনিয়নের হাজী ওমর আলী বেপারীকান্দি এলাকার চায়না প্রজেক্ট সংলগ্ন মো. শাহজালালের বাড়িতে অভিযান চালিয়ে র‌্যাব অপহৃত মো. সোহেল মল্লিককে উদ্ধার করে।

এ সময় অপহরণকারী চক্রের সদস্য বরিশালের আগৈলঝাড়া থানার গৈলা গ্রামের বাবুল সরদারের ছেলে মো. রুবেল সরদার (৩৩), তার সহযোগী শিবচরের কাঁঠালবাড়ী ইউনিয়নের হাজী ওমর আলী, বেপারীকান্দি গ্রামের মো. চান মিয়ার ছেলে মো. রাসেল মিয়া (৩২), একই গ্রামের মৃত হাজী মকবুল মাতবরের ছেলে মো. শাহজালাল (৪০), গোপালগঞ্জের কাশিয়ানী থানার মহেষপুর গ্রামের মো. হেমায়েত হোসেনের ছেলে মোহাম্মদ হোসেন (৩২), শেরপুরের শ্রীবর্দী থানার কুসুমনগর থানার হাতেম আলী মণ্ডলের ছেলে মো. হালিম মণ্ডল (৪০), ময়মনসিংহের হালুয়াঘাট থানার উত্তর খয়রাকুড়ি গ্রামের মৃত শাহজাহান সরদারের ছেলে মো. অপু সরোয়ারসহ (৩৬) ছয়জনকে গ্রেপ্তার করা হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অপহরণকারী চক্রের সদস্য গোপালগঞ্জের কোটালীপাড়া থানার টিহাটি গ্রামের নিজামউদ্দিন খানের ছেলে মো. শফিকুল ইসলাম (৩৯) ও মো. সেলিম (৫০) পালিয়ে যায়। অভিযানকালে র‌্যাব সাতটি মোবাইল ফোন, ৯টি সিমকার্ড ও নগদ চার হাজার ২৫০ টাকা জব্দ করে।

র‌্যাব-৮ সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম বলেন, খবর পেয়ে অভিযান পরিচালনা করে ২৪ ঘণ্টার মধ্যেই অপহৃতকে উদ্ধার করা হয়েছে ও ছয় অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। পলাতক দুই আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network