২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

কালকিনিতে ছাগলে জমির পাট খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা

আপডেট: মে ১১, ২০২২

  • ফেইসবুক শেয়ার করুন

 

নিজস্ব প্রতিবেদক।। মাদারীপুরের কালকিনিতে ছাগলে জমির পাট খাওয়া বাঁধা দিলে প্রতিপক্ষের হামলায় শিশুসহ একই পরিবারের ৪ জন আহত হয়েছে। আহতদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। এ হামলার ঘটনায় আজ বুধবার দুপুরে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে একটি অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী ও এলাকা সুত্রে জানাগেছে, উপজেলার সাহেবরামপুর এলাকার আন্ডারচর গ্রামের অসহায় কৃষক বেল্লাল রারী তার বাড়ির পাশের জমিতে পাট চাষ করেন। ওই জমির পাট একই এলাকার কাঞ্চন ঢালীর ছাগল এসে খাওয়া শুরু করে। এ পাট খাওয়ার ঘটনা কৃষক বেল্লাল গিয়ে বাঁধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে কাঞ্চন ঢালীর নেতৃত্বে লোকমান ঢালী, সোনা মিয়া ও শেফালী বেগম মিলে বেল্লাল রারীর উপর হামলা চালায়। এ সময় তাদের বাঁধা দিলে আহত হন কৃষক বেল্লাল রারী(৪০), ছেলে আমির হামজা(৪), মেয়ে মিম(৭) ও বড় মেয়ে আছিমন(১৭)।
ভুক্তভোগী কৃষক বেল্লাল রারী বলেন, কাঞ্চনের ছাগলে আমার পাট খাওয়ায় আমি বাধা দেয়ায় আমাদের উপর হামলা চালানো হয়েছে। তারা হামলা করে উল্টো আবার নিজেরাই আমার বিরুদ্ধে থানায় অভিযোগ করেছে।
তবে অভিযুক্ত কাঞ্চন ঢালী ঘটনা অস্বীকার করেন।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি ইসতিয়াক আসফাক জানান, অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network