২৭শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, সোমবার

দর্শনার যদুপুরে শত্রুতামূলকভাবে বাঁশের কুড়া ভাঙার অভিযোগ

আপডেট: জুন ২৪, ২০২২

  • ফেইসবুক শেয়ার করুন

এম.এ.আর.নয়ন: চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন বেগমপুর ইউনিয়নের যদুপর গ্রামে শত্রুতামূলকভাবে মিলন হোসেন নামের এক ব্যক্তির বাঁশবাগানের আনুমানিক একশতটি কুড়া (নতুন চারা) ভেঙে ফেলা হয়েছে। ক্ষতিগ্রস্ত মিলন হোসেন (৩৫) যদুপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। এতে তিনি আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হয়েছেন। কোন উপায়ন্তর না পেয়ে শুক্রবার (২৪শে জুন) রাতে দুজনের নাম উল্লেখ করে তিনি দর্শনা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

মিলন হোসেন জানান, যদুপুর গ্রামের পশ্চিমপাড়ায় এক বিঘা জমিতে তার বাঁশ বাগান রয়েছে। বাগানে বাঁশের অনেক কুড়া গজিয়েছে। বেশ কিছুদিন বাগানে না গেলেও শুক্রবার সকালে তার পিতা কিছু বাঁশ বিক্রির উদ্দেশ্যে ক্রেতাকে সাথে করে নিয়ে বাঁশবাগানে যান। এ সময় তিনি দেখতে পান একশতের মতো বাঁশের কুড়া ভেঙে ফেলা হয়েছে। খবর পেয়ে মিলন হোসেন বাগানে উপস্থিত হয়ে বিস্মিত হয়ে পড়েন। এ ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক তিনি দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি করেছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network