আপডেট: জুলাই ৩১, ২০২২

এম.এ.আর.নয়ন: ঝিনাইদহের মহেশপুরে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি, ম্যাগজিন ও ফেন্সিডিলসহ দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শুক্রবার (২৯শে জুলাই) রাতে উপজেলার জাগুসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে যশোর-মহেশপুরগামী সড়কের উপর চেকপোস্ট স্থাপন করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, যশোরের বাঘারপাড়া থানাধীন বেতালপাড়া এলাকার শওকত আলীর ছেলে মিলন হোসেন (৩৮) এবং কোতয়ালী থানাধীন রামনগর খাঁ পাড়া এলাকার মহাব্বৎ আলীর ছেলে ফরহাদ হোসেন (৩৩)। শনিবার (৩০শে জুলাই) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে র্যাব।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের মাধ্যমে র্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল শুক্রবার রাত সাড়ে ১০টার সময় ঝিনাইদহের মহেশপুর উপজেলার ৫৫নং জাগুসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে যশোর-মহেশপুরগামী সড়কের উপর চেকপোস্ট স্থাপনের মাধ্যমে একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে দুই জন সন্ত্রাসীকে গ্রেফতার করে তাদের হেফাজত হতে ১টি বিদেশি পিস্তল, ১ রাউন্ড তাজা গুলি, ১টি ম্যাগজিন, ৬০ বোতল ফেন্সিডিল, ২টি মোবাইল, ৪টি সিমকার্ড এবং নগদ ১৬ হাজার ৯০০ টাকা উদ্ধারপূর্বক তা জব্দ করা হয়। জব্দকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামিদ্বয়কে মহেশপুর থানায় হস্তান্তর করে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

