২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

শিরোনাম
খাগড়াছড়িতে সহস্রাধিক চাকমা নেতাকর্মীর বিএনপিতে যোগদান বরিশালে হাতপাখার পক্ষে প্রচারণায় ঝড় তুলেছেন নারী কর্মীরা পবিপ্রবির হলে রুম না পেয়ে প্রভোস্ট অফিসে শিক্ষার্থীদের তালা বিএনপি ক্ষমতায় এলে কর্মসংস্থান সৃষ্টি করে বেকার সমস্যার সমাধান করা হবে: তারেক রহমান পাথরঘাটায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রচারণায় নারী হেনস্থার অভিযোগে সংবাদ সম্মেলন মানিকছড়িতে যুবককে গলা কেটে হত্যা চেষ্টা: দুই আসামি গ্রেফতার ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে ২ সন্ত্রাসী আটক ‎বাটাজোড় অশ্বনী কুমার ইনস্টিটিউশনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বরিশালে দুর্নীতি মামলায় বিআরটিএর সাবেক সহকারী পরিচালক কারাগারে

ডাবল পেরিয়ে ত্রিপল সেঞ্চুরির পথে কাঁচা মরিচ

আপডেট: আগস্ট ৫, ২০২২

  • ফেইসবুক শেয়ার করুন

এম.এ.আর.নয়ন: কোনভাবেই নিয়ন্ত্রণে আসছে না নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম, প্রতিনিয়ত বেড়েই চলেছে। আলোচিত পেঁয়াজ নিশ্চুপ থাকলেও সামনে থেকে নেতৃত্ব দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে কাঁচা মরিচ। খুচরা পর্যায়ে কেজি প্রতি বিক্রি হচ্ছে ২৩০-২৪০ টাকা দরে। এদিকে কাঁচা মরিচের দাম বৃদ্ধি পাওয়ার খবর পৌঁছে গেছে শুকনো মরিচের কাছে। কেজি প্রতি বিক্রি হচ্ছে ৫০০ টাকা দরে, যা কয়েকদিন পূর্বেও বিক্রি হচ্ছিলো ৩৫০-৪০০ টাকা কেজি দরে। আর এতেই নাভিশ্বাস উঠছে সাধারণ ক্রেতাদের। গত বৃহস্পতিবার চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বৃহত্তর শিয়ালমারী পশুহাটের কাঁচামালের বাজার ঘুরে দেখা যায় কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২৩০-২৪০ টাকা কেজি দরে।

আর শুকনো মরিচ বিক্রি হচ্ছে ৫০০ টাকা কেজি দরে। এছাড়া আলু, বেগুন, পটল, লালশাক, ঢেঁড়স, পুঁইশাক ইত্যাদি সবজি মোটামুটি আগের দামেই বিক্রি হচ্ছে। অর্থাৎ ক্রেতাদের নাগালের মধ্যেই রয়েছে। তবে কাঁচামরিচের দাম সারাদেশেই ঊর্দ্ধমুখী। বাজারে পর্যাপ্ত পরিমাণ আমদানি না থাকার কারণে কাঁচা মরিচের দাম এতো বেশি বলে জানিয়েছেন বিক্রেতারা। এমন চলতে থাকলে কয়েকদিনের মধ্যেই ত্রিপল সেঞ্চুরি করবে কাঁচা মরিচ। ক্রেতারা জানান, সবধরনের খরচ বাদ দিয়েও খুচরা বিক্রেতারা জায়গায় বসেই কেজি প্রতি ২০-৩০ টাকা লাভ করছেন। তবে ক্রেতা-বিক্রেতা উভয়ই আশাবাদী দেশের বিভিন্ন অঞ্চলের জমিতে চাষ করা কাঁচা মরিচ বাজারে আসা শুরু করলে দাম সহনীয় পর্যায়ে চলে আসবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network