১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন সারের যাতে কোনো সমস্যা না হয়: কৃষিমন্ত্রী

আপডেট: নভেম্বর ১৫, ২০২২

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর

এম.এ.আর.নয়ন: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সন্তোষপুর গ্রামে ভাই ভাই কৃষি প্রজেক্ট পরিদর্শন করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি এই পরিদর্শনে আসেন। পরিদর্শনে এসে তিনি ভাই ভাই কৃষি প্রজেক্টের স্বত্বাধিকারী মো. জাহিদুল ইসলামসহ এলাকার অন্যান্য চাষিদের সাথে কথা বলেন এবং প্রজেক্টটি ঘুরে দেখেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশনা দিয়েছেন কোনোক্রমেই দেশে সারের যাতে কোনো সমস্যা না হয়। কৃষি মন্ত্রণালয়ও অত্যন্ত সজাগ আছে। আশা করি কোনো বিপর্যয় না হলে কোনো সংকট হবে না। আমরা সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছি। পেঁয়াজ আমাদের অতি গুরুত্বপূর্ণ একটি মসলা। খাবারের সাথে বিভিন্নভাবে আমরা পেঁয়াজ ব্যবহার করে থাকি। দেশে কোনোদিনও পেঁয়াজের সংকট ছিল না, কিন্তু দেশে জনসংখ্যা বাড়ছে এজন্য ধান চাষ করতে যেয়ে মানুষ পেঁয়াজ চাষ করতে চাই না। ফাল্গুন-চৈত্র মাসে যখন চাষিরা জমি থেকে পেঁয়াজ তোলে তখন প্রচুর পরিমাণে পেঁয়াজ পাওয়া যায়। কিন্তু এটি পচনশীল, বেশিদিন রাখা যায় না। এজন্য আশ্বিন-কার্তিক মাস আসলে পেঁয়াজ তেমন পাওয়া যায় না তখন আমাদের আমদানি করতে হয়। বিজ্ঞানীরা পেঁয়াজের গ্রীষ্মকালীন জাত উদ্ভাবন করেছেন। আশাকরি পেঁয়াজসহ অন্যান্য ফসল উৎপাদন করে আমরা দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করতে পারবো।’

এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ২ আসনের সংসদ সদস্য হাজী মো. আলী আজগার টগর, কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. বেনজীর আলম, কৃষিমন্ত্রীর উপদেষ্টা হামিদুর রহমান, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান, জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু, পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিভাস চন্দ্র সাহা, চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশাদুল হক বিশ্বাস, জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান, জীবননগর উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) তিথি মিত্র, চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি কর্মকর্তা তালহা জোবায়ের, জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার, জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু মো. আব্দুল লতিফ অমল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, জীবননগর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল খালেক, দর্শনা থানার অফিসার ইনচার্জ এ.এইচ.এম লুৎফুল কবীর, জীবননগর পৌর আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন, উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন খাঁন, উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক মোবারক সোহেল আহাম্মদ প্রদীপসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এছাড়া কৃষিমন্ত্রী জেলার আরও কয়েকটি স্থান পরিদর্শন করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network