২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

শিরোনাম
খাগড়াছড়িতে সহস্রাধিক চাকমা নেতাকর্মীর বিএনপিতে যোগদান বরিশালে হাতপাখার পক্ষে প্রচারণায় ঝড় তুলেছেন নারী কর্মীরা পবিপ্রবির হলে রুম না পেয়ে প্রভোস্ট অফিসে শিক্ষার্থীদের তালা বিএনপি ক্ষমতায় এলে কর্মসংস্থান সৃষ্টি করে বেকার সমস্যার সমাধান করা হবে: তারেক রহমান পাথরঘাটায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রচারণায় নারী হেনস্থার অভিযোগে সংবাদ সম্মেলন মানিকছড়িতে যুবককে গলা কেটে হত্যা চেষ্টা: দুই আসামি গ্রেফতার ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে ২ সন্ত্রাসী আটক ‎বাটাজোড় অশ্বনী কুমার ইনস্টিটিউশনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বরিশালে দুর্নীতি মামলায় বিআরটিএর সাবেক সহকারী পরিচালক কারাগারে

রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

আপডেট: ডিসেম্বর ২৪, ২০২২

  • ফেইসবুক শেয়ার করুন

সড়ক দুর্ঘটনায় নিহত আব্দুল হামিদের ফাইল ছবি » আপডেট নিউজ

নামাজ আদায় শেষে রাস্তা পার হওয়ার সময় চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলীতে মোটরসাইকেলের ধাক্কায় উথলী দক্ষিণপাড়া কবরস্থান কমিটির সভাপতি আব্দুল হামিদ (৭০) নিহত হয়েছেন। তিনি উথলী গ্রামের দক্ষিণপাড়ার মৃত নজির মোহাম্মদের ছেলে। শুক্রবার (২৩শে ডিসেম্বর) বিকালে চুয়াডাঙ্গা-কালীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের উথলী আমতলা নামক স্থানে এই সড়ক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকালে আসরের নামাজ আদায় শেষে রাস্তার এক পাশ থেকে অপর পাশে যাচ্ছিলেন বৃদ্ধ আব্দুল হামিদ। তিনি রাস্তার মাঝখানে পৌঁছালে দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি রাস্তার উপর পড়ে যেয়ে গুরতর আহত হন। মোটরসাইকেলটি চুয়াডাঙ্গার দর্শনা থেকে জীবননগর দিকে যাচ্ছিলো। এ সময় মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তিও আহত হন। প্রত্যক্ষদর্শীরা আরও জানান, রাস্তা পার হওয়ার সময় উভয় পাশ দেখে নেওয়া উচিত ছিলো।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহত অবস্থায় আব্দুল হামিদকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যেয়ে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পর অবস্থার আরও অবনতি হলে সেখান থেকে রাজশাহী নেওয়ার প্রস্তুতিকালে হাসপাতালেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

উল্লেখ্য, চুয়াডাঙ্গা জেলায় সড়ক দুর্ঘটনার হার পূর্বের তুলনায় অনেকগুণ বৃদ্ধি পেয়েছে। বেশিরভাগ সড়ক দুর্ঘটনা ঘটছে উঠতি বয়সী কিশোর-যুবকদের বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর কারণে। সেইসাথে রয়েছে যানবাহনের চালকদের নিয়ম না মানার প্রবণতা, অবৈধ যানবাহনের আধিক্য, ওভারটেকিংয়ের প্রতিযোগিতা, পথচারীদের অসচেতনতাসহ অন্যান্য কারণে এই জেলায় একের পর এক সড়ক দুর্ঘটনা ঘটেই চলেছে। যার কারণে অকাল মৃত্যুসহ অনেকেই বরণ করছেন পঙ্গুত্ব। সড়ক দুর্ঘটনারোধে সবধরনের যানবাহনের চালক, পথচারী ও উঠতি বয়সী কিশোর-যুবকের অভিভাবকদের সচেতন হওয়া অতীব জরুরি।

এম.এ.আর.নয়ন/স্টাফ রিপোর্টার/আপডেট নিউজ

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network