২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

জীবননগর প্রেস ক্লাবে বইয়ের মোড়ক উন্মোচন ও সকালের সময়ের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আপডেট: ফেব্রুয়ারি ২৭, ২০২৩

  • ফেইসবুক শেয়ার করুন

 

চুয়াডাঙ্গার জীবননগরে ডা. জাহাঙ্গীর আলম বিশ্বাস রচিত কোকেন কাণ্ডে কিংস কাইট তিন গোয়েন্দা ও ভোরের পাখি বইয়ের মোড়ক উন্মোচন এবং সকালের সময় পত্রিকার সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার (২৭শে ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে জীবননগর প্রেস ক্লাবে আলোচনা সভার পর বই দুইটির মোড়ক উন্মোচন করা হয়। মোড়ক উন্মোচনের পর সকালের সময় পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে পৃথক আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আলোচনা সভা শেষে কেক কেটে উদযাপন করা হয় পত্রিকাটির সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী।

পৃথকভাবে আয়োজিত অনুষ্ঠান দুটিতে জীবননগর প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকুনুজ্জামান, পৌরমেয়র রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, জীবননগর থানার ওসি (তদন্ত) স্বপন কুমার দাস এবং পৌরসভার কাউন্সিলর খোকন মিয়া।

মোড়ক উন্মোচন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বই দুইটির লেখক ডা. জাহাঙ্গীর আলম বিশ্বাস। এছাড়া সকালের সময় পত্রিকার সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পত্রিকাটির জীবননগর উপজেলা প্রতিনিধি মহিবুল ইসলাম মুকুল।

এসময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কাজী সামসুর রহমান চঞ্চল, সাবেক সভাপতি কামাল সিদ্দিকী বাবু, জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি জি এ জাহিদুল ইসলাম, সাংবাদিক সালাউদ্দীন কাজল, মু্ন্সী রায়হান, নুর আলম, চাষি রমজান, মনিরুল ইসলাম, মাজেদুর রহমান লিটন, মহিবুল ইসলাম মুকুল, রিপন হোসেন, মুতাসিন বিল্লাহ, এম.এ.আর.নয়ন, এম.এইচ.সম্রাট, আব্দুল্লাহ আল মামুন, চিত্রশিল্পী রানাসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠান দুটি সঞ্চালনা করেন মাই টিভির জীবননগর প্রতিনিধি মিথুন মাহমুদ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network