২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

মহেশপুর সীমান্ত থেকে গাঁজা ও ফেন্সিডিল উদ্ধার

আপডেট: মার্চ ৪, ২০২৩

  • ফেইসবুক শেয়ার করুন

বিজিবির অভিযানে উদ্ধারকৃত গাঁজা ও ফেন্সিডিল

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে ১৩ কেজি গাঁজা ও ১৯৫ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর টহল দল। শুক্রবার (৩রা মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে মালিকবিহীন অবস্থায় এসব গাঁজা ও ফেন্সিডিল উদ্ধার করা হয়।

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধিনায়কের পক্ষে সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্ত যাদবপুর বিওপির টহলদল গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে সীমান্ত হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঝিনাইদহের মহেশপুর উপজেলার গোপালপুর গ্রামের একটি মাঠের মধ্য মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালনাকালে বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে মাদককারবারিরা পালিয়ে যায়। এ সময় সেখান থেকে মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয় ১৩ কেজি গাঁজা ও ১৯৫ বোতল ভারতীয় ফেন্সিডিল। উদ্ধারকৃত মাদকদ্রব্যগুলো ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরের স্টোরে সংরক্ষণ করা হয়েছে।

প্রতিবেদক: এম.এ.আর.নয়ন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network