২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

বেলাল খান এর গানে মডেল হলেন দিপু ও স্নিগ্ধা

আপডেট: মে ৪, ২০২৩

  • ফেইসবুক শেয়ার করুন

বিনোদন ডেস্কঃ

প্রকাশিত হল শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী বেলাল খান এর মিউজিক্যাল ফিল্ম ‘ভালোবাসি তোমায় যত’।
গানটির ভিডিওচিত্রে মডেল হয়েছেন দিপু আহমেদ ও স্নিগ্ধা। গানটির কথা লিখেছেন মেহেদী হাসান লিমন, সুর ও সংগীতায়োজন করেছেন ইয়াসিন হোসেন নিরু। রেজা মাহমুদের পরিচালনায় সিলেটের মনোরম লোকেশনে নির্মিত হয়েছে গানটির ভিডিওচিত্র।

এই গান প্রসঙ্গে কণ্ঠশিল্পী বেলাল খান বলেন, ঈদে শ্রোতাদের আনন্দ আরও বাড়িয়ে দিবে গানটি। রোমান্টিক মেলোডি গান এটা। দর্শকদের ভালো লাগবে। গানের কথাগুলো চমৎকার।

মডেল দিপু জানান, এই গানের কথাগুলো ভালো লেগেছে তাই কাজটি করেছি। রোমান্টিক কথামালায় গানটির দারুণ একটি ভিডিও নির্মিত হয়েছে। আশা করছি, দর্শক-শ্রোতাদের আমার নতুন মিউজিক্যাল ফিল্মটি ভালো লাগবে।

নির্মাতা রেজা মাহমুদ বলেন, এরকম একটি সুন্দর গানের মিউজিক্যাল ফিল্ম তৈরী করতে পেরে আমি সত্যি আনন্দিত। মডেলরা গানের কথার সঙ্গে দারুণ ভাবে ভিডিও ফুটিয়ে তুলেছেন। আশা করছি, গানটি সবার পছন্দ হবে। ঈদ সবার ভালো কাটুক, দোয়া করি। মিউজিক্যাল ফিল্মটি সবাই দেখবেন আশা করি।

গানের মডেল স্নিগ্ধার ভাষায় ‘গানটি হৃদয়ছোঁয়া। ভালো লাগার মতো একটি গান। মিউজিক্যাল ফিল্মটি প্রকাশিত হয়েছে ‘LH Music’ এর ইউটিউব চ্যানেল এ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network