২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

কানে পরীমণির সিনেমার প্রিমিয়ার

আপডেট: মে ২০, ২০২৩

  • ফেইসবুক শেয়ার করুন

বিনোদন ডেস্কঃ

পরীমণি অভিনীত সিনেমা ‘মা’ আজ শনিবার (২০ মে) ৭৬তম কান চলচ্চিত্র উৎসবে বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মে ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে।ফ্রান্সের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে কানের পালে দে ফেস্টিভ্যাল ভবনের পালে-ই থিয়েটারে সিনেমাটি প্রদর্শন করা হবে। সিনেমাটি নির্মাণ করেন অরণ্য আনোয়ার।

এদিকে ‘মা’-এর প্রিমিয়ারে আগে বাঙালির ঐতিহ্যবাহী পোশাক পাঞ্জাবি, লুঙ্গি ও গামছা পরে কান চলচ্চিত্র উৎসবে নির্মাতা-প্রযোজকেরা ঘুরে বেড়াচ্ছেন এমন ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যাচ্ছে।

এ প্রসঙ্গে পরীমণি ফেসবুকে ১৯ মে লিখেছেন, ৭৬তম কান উৎসবে মার্শে দ্যু ফিল্মে প্রদর্শিত হচ্ছে আমাদের সিনেমা ‘মা’। ২০ মে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে সিনেমাটির ওয়ার্লড প্রিমিয়ার! আমি ভীষণ আনন্দিত এবং গর্বিত। ‘মা’ সংশ্লিষ্ট সকলকে আমার আন্তরিক অভিনন্দন অনেক ভালোবাসা রইলো। ধন্যবাদ আমার পরিচালক অরণ্য আনোয়ার।

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময়কার প্রেক্ষাপটে তৈরি হয়েছে মা সিনেমার গল্প। মৃত ঘোষিত সাত মাস বয়সী এক সন্তানকে নিয়ে তার অসহায় মায়ের আবেগের গল্প পর্দায় তুলে ধরার চেষ্টা করেছেন অরণ্য আনোয়ার। মায়ের ভূমিকায় অভিনয় করেছেন চিত্রনায়িকা পরীমণি।সিনেমাটি নিয়ে ভীষণ উচ্ছ্বসিত তিনি।

 

অরণ্য পুলকের (এপি) ব্যানারে নির্মিত ‘মা’ সিনেমাটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, সাজু খাদেম, রোবেনা রেজা জুঁই, শিল্পী সরকার অপু, সেতু, লাবণ্য, শাহাদাত হোসেন, পারভেজ সুমন প্রমুখ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network