২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

‘ফারুকের শুন্য আসনের যোগ্য উত্তরাধিকারী সোহেল রানা’

আপডেট: মে ২৩, ২০২৩

  • ফেইসবুক শেয়ার করুন

বিনোদন ডেস্কঃ

সদ্যপ্রয়াত অভিনেতা ফারুক ছিলেন ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য। অভিনেতার মৃত্যুতে এই আসনের সংসদীয় আসন শূন্য হয়েছে। ফলে ফারুকের স্থলে অনেকেই তৎপরতা শুরু করেছেন। এরই মধ্যে শোবিজ জগৎ থেকে এই আসনে অনেক তারকার নাম প্রস্তাবনা আকারে আসছে।

নায়ক আলমগীর, অভিনেতা ফেরদৌসের পর, এবার এলো নায়ক সোহেল রানার নাম। অভিনেতা সাঙ্কু পাঞ্জা মনে করছেন, ঢাকা-১৭ শূন্য আসনের যোগ্য উত্তরাধিকারী সোহেল রানা।

ফেসবুক এক পোস্টে তিনি লেখেন, ‘চলচ্চিত্রের সমস্ত অঙ্গসংগঠন তথা দেশের সকল মিডিয়া, সমাজ এবং দেশের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে একটাই দাবি, ঢাকা-১৭ শূন্য আসনের যোগ্য উত্তরাধিকারী সৎ, মেধাবী, মুক্তিযোদ্ধা, দেশপ্রেমিক (জাতির পিতার অতি আদরের, স্নেহের, কাছের- যাকে নিজে কাছে ডেকে সন্তানের মতো হাত ধরে নিজের কাছে বসিয়ে কথা বলতেন) মাসুদ পারভেজ সোহেল রানার বিকল্প কেউ হতে পারে না।’

এ পোস্টের কমেন্ট বক্সে বাপি রহমান নামে একজন লিখেন, ‘ভাই উনি তো (সোহেল রানা) জাতীয় পার্টি করেন।’

আর এর উত্তর সোহেল রানা নিজেই দেন। তিনি লিখেন, ‘এরশাদের মৃত্যুর পর আমি সেখান থেকে পদত্যাগ করি।’ 

সোহেল রানার এমন উত্তর দেখে অনেকেই মনে করছেন, সোহেল রানাকে দায়িত্ব দেওয়া হলে তার আপত্তি নেই।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network