২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

শিরোনাম
বরিশালে হাতপাখার পক্ষে প্রচারণায় ঝড় তুলেছেন নারী কর্মীরা পবিপ্রবির হলে রুম না পেয়ে প্রভোস্ট অফিসে শিক্ষার্থীদের তালা বিএনপি ক্ষমতায় এলে কর্মসংস্থান সৃষ্টি করে বেকার সমস্যার সমাধান করা হবে: তারেক রহমান পাথরঘাটায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রচারণায় নারী হেনস্থার অভিযোগে সংবাদ সম্মেলন মানিকছড়িতে যুবককে গলা কেটে হত্যা চেষ্টা: দুই আসামি গ্রেফতার ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে ২ সন্ত্রাসী আটক ‎বাটাজোড় অশ্বনী কুমার ইনস্টিটিউশনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বরিশালে দুর্নীতি মামলায় বিআরটিএর সাবেক সহকারী পরিচালক কারাগারে গৌরনদীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর সমর্থক সন্দেহে মা’র’ধ’র, আহত-৬

২৫০ শয্যা বিশিষ্ট চুয়াডাঙ্গা সদর হাসপাতাল পূর্ণাঙ্গ চালুর দাবিতে আমরণ অনশন

আপডেট: জুলাই ১৯, ২০২৩

  • ফেইসবুক শেয়ার করুন

আমরণ অনশনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ চুয়াডাঙ্গা জেলা শাখার সদস্যরা

প্রয়োজনীয় অবকাঠামো, ডাক্তার ও জনবলসহ ২৫০ শয্যা বিশিষ্ট চুয়াডাঙ্গা সদর হাসপাতাল পূর্ণাঙ্গ চালুর দাবিতে আমরণ অনশন চলছে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ চুয়াডাঙ্গা জেলা শাখার আয়োজনে গতকাল মঙ্গলবার (১৮ জুলাই) থেকে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল চত্বরে এই আমরণ অনশন শুরু করা হয়েছে। ২য় দিনের মতো আজ বুধবারও এই আমরণ অনশন চলছে। অনশনে এখন পর্যন্ত তিনজনের অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। অনশনের নেতৃত্বদানকারী বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গরীব রুহানি মাসুম বলেন, ‘২৫০ শয্যা বিশিষ্ট চুয়াডাঙ্গা সদর হাসপাতাল পূর্ণাঙ্গ চালু করা এখন চুয়াডাঙ্গা জেলাবাসীর প্রাণের দাবি। কিন্তু দীর্ঘদিনেও তা বাস্তবায়ন করা হয়নি। এর আগেও আমরা এ বিষয়ে মানববন্ধন করেছি কিন্তু তাতে কোনো কাজ হয়নি। হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালু করার জন্য দীর্ঘ ৬ বছর আগে নতুন ভবন নির্মাণ করা হলেও এখানে ২৫০ শয্যার চিকিৎসা সেবা পাচ্ছে না রোগীরা। যে কারণে স্বল্প জনবলে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল। অথচ একইসাথে হাসপাতালের ভবন নির্মাণ হলেও আশেপাশের জেলাগুলোতে ২৫০ শয্যা চালু হয়ে গিয়েছে কিন্তু চুয়াডাঙ্গায় হয়নি। যার ফলে গুরতর অসুস্থ রোগী নিয়ে ছুটতে হয় যশোর, কুষ্টিয়া, রাজশাহীসহ দেশের অন্যান্য হাসপাতালে। ২৫০ শয্যা চালু হলে রাত-দিন ২৪ ঘণ্টা এই হাসপাতালে পরিপূর্ণ সেবা পাবে জেলার সব অঞ্চলের রোগীরা। তাই আমরা চাই অবিলম্বে আমাদের দাবি বাস্তবায়ন করা হোক। মরণ হলে হবে, দাবি বাস্তবায়ন না হলে আমরা এখান থেকে এক পাও নড়বো না।’ আমরণ কর্মসূচিতে অংশ নিয়েছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ চুয়াডাঙ্গা জেলা শাখার সদস্য সচিব বখতিয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক বাইজিদ জোয়ার্দার, আবু হাশেম ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সদর উপজেলা শাখার কামাল হোসেনসহ জেলার বিভিন্ন স্থানের মুক্তিযোদ্ধার সন্তানরা।

প্রতিবেদক: এম.এ.আর.নয়ন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network